For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোবাইল ব্যবহারে দেশের ফার্স্ট বয় কলকাতার জেলবন্দিরাই

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২২ অক্টোবর : অন্যকিছুতে এগিয়ে না থাকলেও এই জিনিসে দেশের অন্য রাজ্যগুলিকে পিছনে ফেলে দিয়েছে কলকাতা। আর এই কৃতিত্বের দায় এখানকার কারাগারে বন্দি সাজাপ্রাপ্ত বা বিচারাধীন বন্দিদের। [জেলে বসেই বছরে আয় ১৫০ কোটি টাকা!]

সম্প্রতি কলকাতার জেলে তল্লাশি চালিয়ে মোট ৩৫০টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এগুলি জেলবন্দিরাই ব্যবহার করছিল বলে জানা গিয়েছে। [সুতো দিয়ে লোহার গারদ কেটে পালাল আসামি!]

মোবাইল ব্যবহারে দেশের ফার্স্ট বয় কলকাতার জেলবন্দিরাই

এর দিল্লির তিহার জেলেও একইরকম তল্লাশিতে মোট ৬৫টি মোবাইল উদ্ধার হয় যা সংখ্যায় কলকাতার জেলের চেয়ে অনেক কম। আর তাতে প্রশ্ন উঠছে কলকাতার জেলের নিরাপত্তা নিয়ে। যেখানে এত হাই প্রোফাইল বন্দিরা আলিপুর জেলে বন্দি রয়েছে সেখানে এতটা প্রশাসনিক উদাসীনতা কি করে ঘটে তা নিয়েই উঠছে প্রশ্ন। [ইভটিজিং করলে এবার প্রকাশ্য রাস্তায় খাঁচাবন্দি করা হবে]

কলকাতা সেন্ট্রাল জেলে সারদা কেলেঙ্কারির নায়ক সুদীপ্ত সেন, রোজভ্যলি চিটফান্ডের নাটের গুরু গৌতম কুণ্ডু সহ একাধিক হাই প্রোফাইল বন্দিরা রয়েছে। সাম্প্রতিক তল্লাশিতে দেখা গিয়েছে, এদের মধ্যে অনেকেই মোবাইল ব্যবহার করছে। ফলে তারা কেমনভাবে বন্দি রয়েছে তা নিয়েই প্রশ্ন উঠছে। [১২ বছরের কিশোরের সঙ্গে যৌন সম্পর্ক, ৬ বছরের কারাবাস মহিলার]

এর মধ্যে পুলিশ প্রশাসনেরই একাংশ জড়িয়ে বলে জানাচ্ছেন আর এক অংশের কর্মীরা। জেলে কর্তব্যরত পুলিশদের এমনকী মাত্র ১ হাজার টাকা ঘুষ দিলেই জুটে যাচ্ছে মোবাইল। আর তা দিয়ে জেলে বসেই অপরাধীরা নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। আর এই চিত্রটা দেশের সর্বত্র এক। [যাবজ্জীবনের সাজা এড়াতে ১০ বছরে ১৩ বার গর্ভবতী এক মহিলা]

এর আগে সিআইডি আধিকারিকেরা বহুবার জেল কর্তৃপক্ষকে এব্যাপারে ব্যবস্থা নিতে বললেও কোনও সুরাহা পাওয়া যায়নি। ফলে জেলে বসেই অপরাধীরা নিশ্চিন্তে নিজের কাজ চালিয়ে যাচ্ছে।

English summary
Kolkata jails have highest number of prisoners using cell phones
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X