পুরভোট মামলায় হাইকোর্টে ধাক্কা বিজেপির, স্থগিতাদেশের আর্জি খারিজ, বকেয়া পুরভোট দ্রত করানোর নির্দেশ
হাইকোর্টে পুরভোট মামলায় বড় ধাক্কা বিজেপি। কলকাতা পুরভোেটর উরর স্থগিতাদেশের আর্জি খারিজ। বুধবার সাড়ে ১০টা নাগাদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই নির্দেশ দিয়েছে। হাইকোর্ট উল্টে বকেয়া পুরভোট দ্রত করানোর নির্দেশ দিয়েছেন। ২৩ ডিসেম্বর বাকি পুরভোটগুলির নির্ঘণ্ট জানানোর নির্দেশ দিয়েছে আদালত।

কলকাতা পুরভোটে স্থগিতাদেশ খারিজ
কলকাতা পুরসভা ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি। ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। তার আগে পুরভোটে কারচুপি হবে অভিযোগ করে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেবি। বুধবার ছিল শুনানি। বুধবার সকাল সাড়ে ১০টায় সেই শুনানিতে কলকাতা হাইকোর্ট বিেজপির স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন কোনও রকম স্থগিতাদেশ দেওয়া হবে না কলকাতা পুরসভা ভোটের উপরে। যেমন পুরভোট চলছিল তেমনই করা হবে। নির্ধারিত দিনেই কলকাতা পুরসভা ভোট হতে আর কোনও বাধাই রইল না এবার।

বকেয়া পুরভোট দ্রুত করানোর নির্দেশ
উল্টে রাজ্যের বকেয়া পুরভোট দ্রুত সেরে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্ট মামলার শুনানিতে জানিয়েছে বকেয়া পুরভোটের নির্ঘণ্ট ২৩ ডিসেম্বরের মধ্যে আদালতকে জানাতে হবে। যত দ্রুত সম্ভব কম দফায় বকেয়া পুরভোট করানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারকে এই বিয়ে দ্রুত আলোচনা সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এবং আলোচনার গতি প্রকৃতি কোন অবস্থায় রয়েছে তা নিয়ে ২৩ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন কলকাতা হাইকোর্টকে তা জানাতে বলা হয়েছে।

কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলার শুনানি পিছল
পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে আলাদা করে মামলা করেছিল বিজেপি। কিন্তু সেই মামলার শুনানি আগামীকাল হবে বলে জানানো হয়েছে। এর আগে সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা করা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট সেটা জানিয়ে দিয়েছে যে এই মামলা হাইকোর্টে গিয়ে জানাতে হবে। এটা সুপ্রিম কোর্টে এভাবে মামলা করা যায় না। এদিকে রাজ্য নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে কলকাতা পুরসভা ভোেট কোনও রকম কেন্দ্রীয় বাহিনী নিয়ে নয় রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ নিয়েই পুরভোট করানো হবে। কোনও রকম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে না বলে জানানো হয়েছে।

সিসিটিভি বসানোর নির্দেশ
কলকাতা পুরসভা ভোটে সব বুথে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গতকালই সেই নির্দেশ দেওয়া হয়েছে। পুরভোট অবাধ ও শান্তিপূর্ণ করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে প্রথম থেকে পুরভোটের বিরোধিতায় সরব হয়েছিল বিজেপি। পুরভোটে কেন্দ্রীয় বাহিনীও দাবি করেছে তারা। যদিও সেই মামলা আগামিকাল শোনা হবে বলে জানিয়েছে হাইকোর্ট। তবে পুরভোটে শাসক দল কারচুপি করতে পারে বলে বারবার অভিযোগ জানিয়েছে তারা।
