For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধ্বংসী বন্যা পেরিয়ে আজ থেকে চালু হচ্ছে কেরলের এই বিমানবন্দর

ভয়াবহ প্লাবন দেখেছে গোটা কেরল। বন্য়ার জেরে টানা ১৫ দিন বন্ধ ছিল কোচি বিমানবন্দর।

  • |
Google Oneindia Bengali News

ভয়াবহ প্লাবন দেখেছে গোটা কেরল। বন্য়ার জেরে টানা ১৫ দিন বন্ধ ছিল কোচি বিমানবন্দর। আর বন্যার দুর্যোগ পেরিয়ে এদিন ফের একবার খুলছে কোচি বিমানবন্দর।

বিধ্বংসী বন্যার পেরিয়ে আজ থেকে চালু হচ্ছে কেরলের এই বিমানবন্দর

বন্যার চরম ভয়াবহতা কাটিয়ে ফের একবার ছন্দে ফিরছে কেরল।এদিন দুপুর ২ টো থেকে বিমানবন্দরে উত্তরণ , অবতরণ শুরু হবে বিমানের। দু' সপ্তাহ বন্ধ থাকার পর এদিন কোচি বিমানবন্দরে পরিষেবা শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে। এর আগে গত ২৬ আগাস্ট থেকে কোচি বিমানবন্দর খোলার কথা ছিল। তবে তখনও কাজ শুরু হওয়ার মতো পরিস্থিতি না থাকায় বিমানবন্দরে কাজ শুরু হতে দেরি হয়। বন্যা বিধ্বস্ত কেরলে কোচি বিমানবন্দরে পরিষেবা প্রথমে বন্ধ হয় ৯ আগাস্ট। তারপর ১৫ অগাস্ট থেকে টানা বন্ধ থাকে বিমানবন্দর।

বিভিন্ন অসামরিক বিমান পরিষেবা সংস্থা জানিয়ে দিয়েছে যে কোচি গামী বিভিন্ন ফ্লাইটের সময়সীমা। উল্লেখ্য, এর আগে, কেরলের বন্যার জেরে পেরিয়ার নদী ফুঁসে ওঠে। আর সেই প্লাবনের জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয় কোচি বিমানবন্দরের দেওয়াল। কেরলের বন্যার জেরে প্রাণ হারিয়েছেন প্রায় ৪০০ রও বেশি মানুষ। ক্ষতি হয়েছে প্রায় ২২০ কোটি অর্থমূল্যের। এমন এক আতঙ্কের পরিস্থিতি কাটিয়ে এবার ধীরে ধীরে ছন্দে ফিরছে 'ঈশ্বরের আপন দেশ' কেরল।

English summary
Kochi airport to resume ops after 15 days; first flight at 2 pm.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X