For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে কেন বিজেপির পতন হতে পারে জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

চলতি মাসের আট তারিখে দিল্লিতে হতে চলেছে বিধানসভা নির্বাচন। মোট ৭০ টি আসনের মধ্যে গত বিধানসভা নির্বাচনে ৬৭ টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি। এবারের নির্বাচনে এই আপ সরকারকে হারাতে মরিয়া বিজেপি।

বিজেপিকে হারিয়ে ফের মসনদে বসতে পারে কেজরিওয়াল; জানুন কারণগুলি

অন্যদিকে এনআরসি, সিএএ কে কেন্দ্র করে বারংবার উত্তাল হয়েছে দেশ। এনআরসি এবং সিএএ ইস্যুতে বিজেপির বিরুদ্ধে এক হয়েছে দেশের অন্য সমস্ত রাজনৈতিক দলগুলি। এমতাবস্থায় দিল্লির এই নির্বাচনে বিজেপির ক্ষমতা দখলের স্বপ্ন ভঙ্গ হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।

নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাস হওয়ার পর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে সমগ্র দেশ জুড়ে। কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী, এই আইনের প্রতিবাদে সরব হয়েছে সমগ্র নাগরিক সমাজ। এই আইনের ফলে বিজেপির স্পষ্ট করেছে তাদের মুসলিম বিরোধী রূপ। যার প্রভাব সরাসরি গিয়ে পড়বে এই নির্বাচনে।

এনআরসি এবং সিএএ এর বিরোধিতায় গর্জে উঠেছে দেশের ছাত্র সমাজ। যাদবপুর থেকে শুরু করে জেএনইউ, জামিয়া থরকে শুরু করে আলিয়া, প্রেসিডেন্সি থেকে শুরু করে দিল্লি বিশ্ববিদ্যালয়, পথে নেমেছে দেশের সমস্ত ছাত্র সমাজ। 'অগণতান্ত্রিক' এই আইনের বিরোধিতায় ছাত্রদের আন্দোলনকে প্রতিহত করতে উঠেপড়ে লেগেছে বিজেপি সরকার। প্রতিবাদী ছাত্রদের আন্দোলনকে প্রতিহত করতে শিক্ষাক্ষেত্রে ঢুকে তাণ্ডব চালিয়েছে বিজেপির 'গুণ্ডা বাহিনী'। যোগী রাজ্যে ছাত্রদের নির্মম ভাবে পিটিয়েছে পুলিশ। ছাত্রদের উপর হওয়া এই অত্যাচারের প্রভাব এই নির্বাচনে পড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এনআরসি, সিএএ বিরোধী আন্দোলনকে প্রতিহত করতে কিছুদিন আগেই গুলি চলেছে খোদ দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় এবং শাহীনবাগে। যার ফলে আতঙ্কিত দিল্লীবাসী। এছাড়াও বিজেপি শাসিত উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে একাধিক প্রতিবাদী ছাত্র মৃত্যুর অভিযোগও উঠেছে। এর ফল নির্বাচনে পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

দিল্লিতে আপের জনপ্রিয় পদপ্রার্থী কেজরিওয়ালের বিরুদ্ধে লড়ার মতো কেউ বিজেপিতে এই মুহূর্তে নেই বললেই চলে। ভোটের দিন ঘনিয়ে এলেও বিজেপি এখনও তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেনি। মনোজ তেওয়ারি এবং হর্ষবর্ধনের মতো নেতারা বিজেপির মুখ হওয়ার জল্পনা থাকলেও বিজেপির তরফে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি কিছুই। অন্যদিকে এই নির্বাচনে কেজরিওয়ালের জনপ্রিয়তায় বলে দিচ্ছে যে এই নির্বাচনে জিতে ফের দিল্লির মসনদে বসতে চলেছেন তিনি।

English summary
Kejriwal may sit in the back seat after defeating the BJP; know the reasons
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X