For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ সালে সেরা দশ ভারত সেরা মহিলার তালিকায় কারা জায়গা পেলেন দেখে নিন

২০১৯ সালে সেরা দশ ভারত সেরা মহিলার তালিকায় কারা জায়গা পেলেন দেখে নিন

  • |
Google Oneindia Bengali News

ইতিহাসের পাতায় ফিরে তাকালে দেখা যায় যে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কোনও ভাবেই পিছিয়ে নেই ভারতীয় মহিলারা। হিমা দাস থেকে শুরু করে মেরি কম, একাধিক ভারতীয় মহিলা সাফল্যের চূড়ায় পৌঁছে বিশ্বের দরবারে উজ্জ্বল করেছে দেশের নাম। দেখে নিন তাদের তালিকা।

হিমা দাস

হিমা দাস

ইউরোপে এক মাসের মধ্যে পাঁচটি সোনা জিতে চমকে দিয়ে ভারতের হয়ে এক নতুন ইতিহাস রচনা করেছিল অসমের স্প্রিন্টার হিমা দাস। ২০০ মিটার এবং ৪০০ মিটার রিলে দৌড়ে মোট পাঁচটি স্বর্ণ পদক ছিনিয়ে আনেন হিমা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট জনেরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেয় হিমাকে। বাঙালি মেয়ে হিমার প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ।

মিতালি রাজ

মিতালি রাজ

ভারতীয় মহিলা ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক মিতালি রাজ। মহিলাদের ক্রিকেটে ৬০০০ এর বেশি রান করে সর্বোচ্চ রান প্রাপকের তালিকায় এখন। মিতালীর দৌলতেই ভারতীয় ক্রিকেট দল ২০১৭ সালে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের সাথে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল।

মেরি কম

মেরি কম

প্রথম ভারতীয় মহিলা বক্সার যিনি ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ৫১কেজি ফ্লাইট ওয়েট বিভাগে ব্রোঞ্জ জিতে ভারতের নাম উজ্জ্বল করেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন মণিপুরের মেয়ে মেরির জীবনের শুরুটা মোটেই খুব একটা সহজ ছিলোনা। তিন সন্তানের জননী মেরি কম এখন ভারতীয় মহিলাদের কাছে আদর্শ। অনুপ্রেরণা প্রতিটি ভারতীয়ের কাছে।

 দীপিকা কুমারী

দীপিকা কুমারী

বিশ্ব তীরন্দাজের তালিকায় বর্তমানে নবম স্থানে রাঁচির মেয়ে দীপিকা কুমারী। বেশ কয়েকটি স্বর্ণপদক সহ তীরন্দাজে তার একাধিক সাফল্য দেশকে গর্বিত করেছে। ২০১২ সালের অলিম্পিকে অষ্টম স্থানে শেষ করে সোনা জেতার যে আক্ষেপ রয়ে গেছিলো দীপিকার, তাও পূরণ হয় পরবর্তীতে। পাশাপাশি অর্জুন পুরস্কারও রয়েছে তার ঝুলিতে।

সুস্মিতা মালভ্য

সুস্মিতা মালভ্য

সুস্মিতা মালভ্য একজন ভারতীয় মহাকাশবিদ, যার উদ্যোগে তৈরি অর্থোবিট। একাধিক নামি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করে ব্যক্তিগত উদ্যোগে স্পেস-স্টার্টআপ চালু করেন। বিবিসির ১০০ জন অনুপ্রেরনাকারী মহিলাদের তালিকাতেও নাম আছে সুস্মিতার।

নাতাশা নোয়েল

ছোটোবেলাতেই মা কে হারায় নাতাশা। মায়ের মৃত্যুতে পর একাধিক বার যৌন হেনস্থার ও স্বীকারও হল নাতাশা। কিন্তু তার অদম্য জেদের কাছে হার মানে সব কিছু। যোগ ব্যায়ামের মাধ্যমে ইমস্টাগ্রামে জনপ্রিয়তা তুঙ্গে নাতাশার। যোগার মাধ্যমে ডিপ্রেশন এবং মানসিক সমস্যার সমাধানের উপদেশের জন্যই এখন ইনস্টাগ্রামে জনপ্রিয় নাতাশা।

কিরণ মজুমদার সাউ

কিরণ মজুমদার সাউ

ভারতের একমাত্র মহিলা কোটিপতি কিরণ মজুমদার সাউ ভারতের মহিলাদের জন্য আইকন। এশিয়ার অন্যতম বৃহত্তম বায়োফর্মাসিউটিকাল সংস্থার প্রতিষ্ঠাতা কিরণ। পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরষ্কার জয়ী কিরণ 'টাইমস'-এর বিশ্বের ১০০জন প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও আছেন।

ঈশিতা মালভ্য

ঈশিতা। 'ফিস অফ ওয়াটার' নামেও খ্যাত ঈশিতা বছর দশেক আগে সার্ফিং শুরু করেন জলে। সার্ফিংয়ের প্রচারের পাশাপাশি বর্তমানে ঈশিতা ২০১৯এর ফোর্বস এশিয়া এর তালিকায় ৩০ নাম্বার স্থানে আছে।

কৃতী ক্রান্ত

বর্তমানে সেন্টার ফর ওয়াইল্ড লাইফ স্টাডিজের কার্যনির্বাহী পরিচালক কৃতী একজন জীববিজ্ঞানী।

ন্যাশনাল পার্ক এবং বন্যা প্রাণী সংরক্ষণ কেন্দ্রের নিকটবর্তী জনবসতি গুলোতে মানুষ ও বন্য প্রাণীর মধ্যে যে সংঘাত, সে বিষয়েই বর্তমানে কাজ করছেন তিনি।

পূজা ধীংড়া

পূজা পেশায় একজন পেস্ট্রি প্রস্তুতকারক। ফোর্বস এর তালিকায় এশিয়ার প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও জায়গা করেছেন পূজা। মায়ের থেকে কেক বেকিংয়ের কাজ অনেক ছোট বেলাতেই শিখে নিয়েছিলেন তিনি। অন্যদিকে বাবা ও ভাইয়ের ছিল পারিবারিক রেস্টুরেন্টের ব্যবসা। সেখান থেকেই হাতেখড়ি শুরু পূজার। ২০০৪ সালে আইন নিয়ে পড়াশোনা সমন্ন করলেও সেটাকে পেশা হিসেবে না নিয়ে তিনি সুইজারল্যান্ডে পারি দেন হস্পিটালিটি ম্যানেজমেন্ট পড়তে।

English summary
know who ranks in indias top ten best womens list from several fields
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X