For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির বিধানসভা নির্বাচনের প্রধান মুখ কারা জেনে নিন একনজরে

দিল্লির বিধানসভা নির্বাচনের প্রধান মুখ কারা জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারদ। আগামী ৮ই ফেব্রুয়ারির দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (আপ), ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং কংগ্রেসের মধ্যে একটি ত্রিমুখী লড়াই হতে চলেছে। তিনটি দলের বরিষ্ঠ নেতারাই জানিয়েছেন, এখন পর্যন্ত কোনও দলই তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। তবে হেভিওয়েটে পদপ্রার্থীর পাশাপাশি এই লড়াইয়ে বেশ কিছু নতুন মুখও থাকছে বলে জানা যাচ্ছে।

আম আদমি পার্টি থেকে কারা লড়ছে এক নজরে দেখে নিন

আম আদমি পার্টি থেকে কারা লড়ছে এক নজরে দেখে নিন

অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী সম্ভবত নয়াদিল্লি আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা যাচ্ছে। বর্তমানে এটি আপের জাতীয় আহ্বায়কদের বর্তমান নির্বাচনী এলাকা।

মনিষ সিসোদিয়া

বর্তমানে তিনি দিল্লির উপ-মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। শিক্ষা ক্ষেত্রে ভালো কাজের জন্য ইতিমধ্যেই বেশ সুনামও অর্জন করেছেন তিনি। তিনি তার বর্তমান আসন পাটপাড়াগঞ্জ থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শোনা যাচ্ছে।

আতিশি

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই স্নাতক এবং দিল্লির শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে সিসোদিয়ার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য পরিচিত। আতিশি সম্ভবত জঙ্গপুরা বা কালকাজি আসন থেকে আপের প্রতিনিধিত্বকারী নতুন মুখ হতে পারেন।

রাঘব চাদ্দা

ইনি পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং দক্ষিণ দিল্লি থেকে আপের লোকসভা প্রার্থী। চাদ্দা টিভি বিতর্কে স্পষ্ট বক্তৃতা জন্য বিশিষ্ট মুখ হিসাবে পরিচিতি লাভ করেছেন। বর্তমানে দলের এই জাতীয় মুখপাত্রের এবারের বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সৌরভ ভরদ্বাজ

গ্রেটার কৈলাস কেন্দ্র থেকে ইনি বর্তমান আপ বিধায়ক। দলের অভ্যন্তরে ভালো কাজের জন্য এবারের বিধানসভা নির্বাচনেও মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার।

ভারতীয় জনতা পার্টি বা বিজেপি থেকে কারা লড়াই করছে জেনে নিন

ভারতীয় জনতা পার্টি বা বিজেপি থেকে কারা লড়াই করছে জেনে নিন

বিজেন্দ্র গুপ্ত

দিল্লির বর্তমান বিরোধী দলনেতা হলেন বিজেন্দ্র গুপ্ত। সূত্রের খবর, রোহিণী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি। যদিও বিজেপি এখনও মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে কোনও মুখ বাছাই করতে পারেনি। এই প্রতিযোগিতায় রয়েছেন লোকসভার সাংসদ মনোজ তেওয়ারি এবং পার্বশ ভার্মা এবং রাজ্যসভার সাংসদ বিজয় গোয়েল। তবে তারা আদৌ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা নিশ্চিত নয়।

এম সিরসা

রাজৌড়ি গার্ডার উপনির্বাচনে জয়ী আকালি দলের নেতা এম সিরসা এবারে সাংসদ পদের জন্য বিজেপির টিকিটে ভোটে লড়তে পারেন বলে জানা যাচ্ছে।

ও পি শর্মা

শর্মা বর্তমানে বিশ্বাস নগরের বিধায়ক। তাকেও সম্ভবত বিজেপি আবার মাঠে নামবে।

কপিল মিশ্র

মিশ্র সেই বিদ্রোহী আপ নেতা যিনি কিছুদিন আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তিনি বর্তমানে দিল্লিতে সিএএ-র সমর্থন মূলক প্রচারে সামলের সারিতে থেকে নেতৃত্ব দেন। বিজেপি তাকে বর্তমানে দলের ইস্তেহার কমিটির সদস্য করেছে এবং সম্ভবত ভোটের ময়দানেও নামতে চলেছেন।

কংগ্রেস থেকে কারা লড়াই করছে জেনে নিন

কংগ্রেস থেকে কারা লড়াই করছে জেনে নিন

আলকা লাম্বা

কংগ্রেসের এই ছাত্র পরিষদ নেতা যিনি কয়েক বছর আগেই আপের দুর্নীতির বিরুদ্ধে ভারত শীর্ষক আন্দোলনে যোগ দেন। পাশাপাশি কংগ্রেসের একাধিক অভ্যন্তরীণ বিষয়ে বিদ্রোহ ঘোষণা করেন। একই সঙ্গে তার যোগাযোগ বাড়তে থাকে আপের সঙ্গেও। এদিকে গতবছরই তিনি কংগ্রেসে ফিরে আসেন। কংগ্রেস সূত্রে খবর, এবারের নির্বাচনেও কংগ্রেসের অন্যতম মুখ হতে পারেন তিনি।

মতিন আহমেদ

সিলামপুরের পাঁচ বারের এই বিধায়ক মূলত নিবিড় স্থানীয় যোগাযোগের কারণে উত্তর পূর্ব দিল্লি সংসদীয় আসনের একটি পরিচিত ব্যক্তিত্ব। ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই জমিতেছিলেন তিনি। এবারের নির্বাচনেও কংগ্রেসে থেকে টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে তার।

আসিফ মুহাম্মদ খান

কংগ্রেসের অন্যতম শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হলেন ওখলার এই প্রাক্তন বিধায়ক। সিএএ, এনআরসি এবং এনপিআরের বিরুদ্ধে প্রতিবাদে প্রথম সারিতে থেকে নেতৃত্ব প্রদান তাঁর নির্বাচনী এলাকায় ভাবমূর্তি পুনর্নির্মাণে অনেকটাই সহায়তা করতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

English summary
know who are the main face of Delhi Assembly elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X