For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডে চার অভিযুক্তকে হত্যার পর তাদের পরিবার কী বলছে জেনে নিন

হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডে চার অভিযুক্তকে হত্যার পর তাদের পরিবার কী বলছে জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

পশু চিকিত্সক প্রিয়াঙ্কা রেড্ডির গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের হায়দরাবাদ পুলিশের এনকাউন্টার ইতিমধ্যেই অনেক মানুষের মন জয় করে নিয়েছে। ঘটনার দিন ডঃ রেড্ডিকে যে স্থানে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছিল ঠিক সেই স্থানেই এদিন সকালে চার জন ধর্ষণকারীকে পুলিশ এনকাউন্টার করেছে বলে খবর।

হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডে চার অভিযুক্তকে হত্যার পর তাদের পরিবার কী বলছে জেনে নিন

শুক্রবার ভোররাতে অভিযুক্তদের নিয়ে হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডের পুনর্নির্মাণ করছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, সেই সময় অকুস্থল থেকে পালানোর চেষ্টা করে ওই চার অভিযুক্ত। তখনই পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় চার জনেরই। প্রশংসার পাশাপাশি এই ঘটনাকে ঘিরে উঠে আসছে মিশ্র প্রতিক্রিয়াও। অনেকেই মেনে নিতে পারছেনা এই বিচার।

ঘটনার প্রধান আসামী আরিফের মা এই দিন সংবাদ মাধ্যম কে জানান, " আমি জানিনা ওরা কী করেছে, আমি শুধু জানি আমার ছেলে আর নেই, অবশ্যই এটি ভুল! আমি কথা বলতে পারছিনা। " তিনি আরও জানান, তার ছেলে আরিফ গত ২৮ শে নভেম্বর বাড়ি ফিরে তাদের জানিয়েছিল যে একটি দুর্ঘটনা ঘটে গেছে।

অন্যদিকে, এই নারকীয় ধর্ষণ কান্ডের আর এক অভিযুক্ত শিবের মা বলেছিলেন, " আমার ছেলে যদি দোষী প্রমাণিত হয়, দয়া করে তাকে হত্যা করুন।"অপর এক অভিযুক্ত নবীনের বাবাও একই সুর মিলিয়ে বলেন, " আমরা আগেই বলেছিলাম কারাগারে না রেখে তাদের হত্যা করা হোক, কিন্তু হত্যা করার আগে অন্তত একবার ছেলের সাথে আমাদের দেখা করতে দেওয়া উচিৎ ছিল।"

ঘটনার চতুর্থ আসামী চেন্নেকশভুলুর মা ও ঘটনার তীব্র নিন্দা করে উদ্বেগ প্রকাশ করে সংবাদ মাধ্যমের কাছে বলেন, "আমার ছেলে অপরাধী হলে তাকেও একই ভাবে পোড়ানো হোক, যদি আমি আমার ছেলেকে এত সবের পরেও ফিরে পেতে চাই সবাই তো বলবেই, মা হয়ে যদি ছেলের জন্য আমার এত কষ্ট হয় তবে ওই মহিলাকে যখন আমার ছেলেরা নৃশংসভাবে পুড়িয়ে মেরেছিল তার কত যন্ত্রণাই না হয়েছিল।"

পুলিশ জানিয়েছে গত ২৭শে নভেম্বর হায়দরাবাদের শামশাবাদ এলাকায় পেশায় পশুচিকিত্সক ওই তরুনীকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়। তারপর তার দেহ পুড়িয়ে দেওয়া হয়। এদিকে ওই চার আসামিকে গ্রেপ্তারির পর উচ্চনিরাপত্তা বলয়ে তাদের প্রথমে হায়দরাবাদের চেরেলপালি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। এছাড়াও দীর্ঘদিন ধরে এই ঘটনার জেরে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে দোষীদের মৃত্যুদণ্ড দাবী করেছিল তেলেঙ্গানার মানুষ। আজকের ঘটনার পর, রাজ্যবাসী এখন কিছুটা স্বস্তিতে বলেই মনে করা হচ্ছে।

'হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডের অবশেষে ন্যায়বিচার হয়েছে’: ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল 'হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডের অবশেষে ন্যায়বিচার হয়েছে’: ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল

হায়দরাবাদ গণধর্ষণে নিয়ে গর্জনের পর এনকাউন্টার ঘিরে মিমির কোন বার্তা! পাশে পেলেন প্রসেনজিৎ,দেবদের হায়দরাবাদ গণধর্ষণে নিয়ে গর্জনের পর এনকাউন্টার ঘিরে মিমির কোন বার্তা! পাশে পেলেন প্রসেনজিৎ,দেবদের

English summary
know what their family is saying after the encounter of four accused in the hyderabad gang rape
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X