For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশির শব্দেই এবার করোনা পরীক্ষা? জানুন কি বলছেন বেঙ্গালুরুর গবেষকেরা

কাশির শব্দেই এবার করোনা পরীক্ষা ? জানুন কি বলছেন বেঙ্গালুরুর গবেষকেরা

  • |
Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের প্রাথমিক লক্ষন হিসেবে সর্দি, কাশি জ্বর, গলাব্যাথার মত উপসর্গের কথাই উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। অর্থাৎ করোনা সংক্রমণের সঙ্গে 'কাশি’র একটি প্রত্যক্ষ যোগাযোগ আছেই। তবে কি এই কাশির ধরণ বা শব্দ শুনে বোঝা সম্ভব কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত কিনা? চলুন জেনে নিই কী বলছেন গবেষকরা।

কাশির শব্দেই করা যাবে করোনা পরীক্ষা

কাশির শব্দেই করা যাবে করোনা পরীক্ষা

সম্প্রতি বেঙ্গালুরুর একদল গবেষক, কাশির শব্দের উপর ভিত্তি করে করোনা পরীক্ষার জন্য একটি সমীক্ষা চালায়। সমীক্ষায় দেখা যায়, কোভিড আক্রান্ত রোগীর কাশির ধরণ ও শব্দ অন্যান্য শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুক্তভোগী রোগী বা ব্রঙ্কাইটিসের রোগীদের থেকে আলাদা হয়।

মোবাইল অ্যাপ্লিকেশনেই পরীক্ষা করা যাবে কাশির শব্দ

মোবাইল অ্যাপ্লিকেশনেই পরীক্ষা করা যাবে কাশির শব্দ

ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের সহযোগীতায় তৈরী 'কোসওয়ারা'র প্রধান লক্ষ্য কাশির আওয়াজের অডিও রেকর্ডিংয়ের মাধ্যমেই করোনা পরীক্ষা করা। পরবর্তীতে, এটি মোবাইল অ্যাপ্লিকেশন হিসেবে ব্যবহার করা যাবে। অ্যাপ্লিকেশনটির মাধ্যমে রেকর্ড করে পরীক্ষা করা যাবে সেই ব্যক্তি করোনা পজেটিভ কিনা।

'কাশির অনেক ধরন আছে' জানাচ্ছেন গবেষকরা

'কাশির অনেক ধরন আছে' জানাচ্ছেন গবেষকরা

আইআইএসসি এর বৈদ্যুতিন প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক শ্রীরাম গণপতি জানান, মার্চ-এপ্রিল থেকেই সাত সদস্যের একটি দল এই প্রকল্পে কাজ করছে। দলটি কোভিড -১৯ এবং অন্যান্য শ্বাস প্রশ্বাসের সংক্রমণে আক্রান্ত ব্যক্তিদের ডেটা অর্থাৎ ভয়েস এবং কাশির নমুনা সংগ্রহ করতে শুরু করে। তিনি আরও জানান, "কাশির প্রচুর রূপ রয়েছে এবং আমরা প্রতিটি অসুখের ক্ষেত্রে কাশির আলাদা আলাদা রূপ দেখেছি, যা আমাদের গবেষণায় প্রধান সহায়ক হয়ে উঠেছে।"

পরীক্ষা হলেই বাড়ছে আক্রান্তের সংখ্যা

পরীক্ষা হলেই বাড়ছে আক্রান্তের সংখ্যা

প্রথমে আক্রান্তের সংখ্যা ঢিমেতালে বাড়লেও, এখন দেশে হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কারণ একটাই টেস্ট বেড়েছে, তাই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও৷ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬,৯৭৭ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১.৩৮ লাখ। করোনা আক্রান্তের নিরিখে ইতিমধ্যেই বিশ্বের প্রথম দশটি দেশের মধ্যে উঠে এসেছে ভারতের নাম।

মমতার রাজ্যের থেকে আগেই পরিযায়ীদের পাশে! রাজ্য থেকে শ্রমিক নিতে গেলে নিতে হবে অনুমতি, ঘোষণা যোগীরমমতার রাজ্যের থেকে আগেই পরিযায়ীদের পাশে! রাজ্য থেকে শ্রমিক নিতে গেলে নিতে হবে অনুমতি, ঘোষণা যোগীর

English summary
Coronavirus test in sound of cough? Find out what the researchers in Bangalore are saying
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X