For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার নমুনা পরীক্ষার ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের নির্দেশিকা কী বলছে জেনে নিন

করোনার নমুনা পরীক্ষার ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের নির্দেশিকা কী বলছে জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই করোনার প্রাদুর্ভাবের জন্য বিশ্বব্যাপী মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একইসাথে গোটা পৃথিবীতেই প্রত্যহ লাফিয়ে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি এই মুহূর্তে গোটা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা আট হাজারের সীমা ছুঁই ছুঁই। আক্রান্তের সংখ্যা প্রায় ২ লক্ষের কাছাকাছি।

ক্রমেই বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা

ক্রমেই বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা

এদিকে গত সপ্তাহ থেকেই ভারতে তার মারণ খেলা শুরু করেছে এই চিনের হুবেই প্রদেশে প্রথম আবির্ভাব ঘটা এই প্রাণঘাতী ভাইরাস। এই মুহূর্তে ভারতে আক্রান্তের সংখ্যা ১৪৭। মৃতের সংখ্যা ৩। করোনা ঠেকাতে ইতিমধ্যেই একাধিক স্বাস্থ্যবিধি জারি করা হয়েছে কেন্দ্র ও রাজ্য উভয় সরকার গুলির তরফেই।

বিনামূল্য নমুনা পরীক্ষার নির্দেশ

বিনামূল্য নমুনা পরীক্ষার নির্দেশ

বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে করোনার নমুনা পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছু নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে করোনায় আক্রান্ত যে কোনও ব্যক্তিকে বিনামূল্যে নমুনা পরীক্ষার কথা বলা হয়েছে। পাশাপাশি এর জন্য বর্তমানে দেশের বিভিন্ন ল্যাব গুলির পরিকাঠামোগত মানোন্নয়নও করা হচ্ছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এতদিন প্রথম পর্যায়ের নমুনা পরীক্ষার জন্য খরচ পড়ত ১৫০০ টাকা এবং দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য খরচ পড়ত ৩০০০ টাকা।

বিদেশ ফেরত ব্যক্তিদের ১৪দিন কোয়ারিন্টাইন বাধ্যতামূলক

বিদেশ ফেরত ব্যক্তিদের ১৪দিন কোয়ারিন্টাইন বাধ্যতামূলক

অন্যদিকে যে সমস্ত ব্যক্তিরা বিদেশ সফর সেরে ভারতে আসছেন তাদের ১৪দিন হোম কোয়ারিন্টাইনে থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে তাদের শরীরের করোনার কোনও উপসর্গ দেখা দিলে তবেই তাদের নমুনা পরীক্ষার কথা বলা হয়েছে। একইসাথে আইসিআইআইআর-র নির্দেশিকা মেনে কোনও চিকিত্সিকরের পরামর্শ নেওয়ার পরেই কোনও ব্যক্তি করোনার নমুনা পরীক্ষা করা উচিত বলে জানাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

English summary
Know what the recommendations of the Department of Health and Family Wellfare say about coronary test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X