For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা প্রতিরোধে কাজে আসতে পারে যক্ষ্মার প্রতিষেধক, জানুন কী বলছে গবেষণা

করোনা প্রতিরোধে কাজে আসতে পারে যক্ষ্মার প্রতিষেধক, জানুন কী বলছে গবেষণা

  • |
Google Oneindia Bengali News

করোনা জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। প্রতি মহূর্তে বেড়ে চলেছে মৃত ও আক্রান্তের সংখ্যা। পৃথিবী তাবড় তাবড় শক্তিধর দেশ গুলিও কাহিল হয়ে পড়েছে করোনা থাবায়। পাশাপাশি চিকিত্সা বিজ্ঞানীরা প্রতি মুহূর্তে চেষ্টা করে চলেছেন এই মারণ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের।

যক্ষ্মার প্রতিষেধকেই কী তাহলে করোনা প্রতিরোধ

যক্ষ্মার প্রতিষেধকেই কী তাহলে করোনা প্রতিরোধ

সূত্রের খবর, একদল গবেষক জানাচ্ছেন এবার যক্ষ্মার প্রতিষেধকেই সুফল মিলতে পারে করোনা চিকিত্সার। বিভিন্ন দেশে করোনা যেভাবে প্রভাব ফেলেছে তা পরীক্ষা করে গবেষকরা দেখতে পেয়েছেন ব্যাকিলাস ক্যালমেট-গেরিন (বিসিজি) যা যক্ষা রোগের (টিবি) ভ্যাকসিন হিসাবে মূলত ব্যবহূত তা তা করোনার বিরুদ্ধে লড়াইয়ে একটি সম্ভাব্য নতুন হাতিয়ার হতে পারে।

মেনিনজাইটিস এবং শিশুদের মধ্যে টিবির প্রাদুর্ভাব রোধেই এই ভ্যাকসিনের ব্যবহার করা হতো

মেনিনজাইটিস এবং শিশুদের মধ্যে টিবির প্রাদুর্ভাব রোধেই এই ভ্যাকসিনের ব্যবহার করা হতো

প্রি-প্রিন্ট রিপোজিটরি মেডআরসিভে প্রকাশিত এই গবেষণায় দাবি করা হয়েছে এই বিসিজি টিকা করোনা মোকাবিলায় যথেষ্ট সহায়ক ভূমিকা নিতে সক্ষম। সূত্রের খবর, বিগত এক শতাব্দী ধরেই বিসিজি ভ্যাকসিনটির প্রচলন রয়েছে। এটি প্রধাণত মেনিনজাইটিস এবং শিশুদের মধ্যে টিবির প্রাদুর্ভাব প্রতিরোধে ব্যবহার করা হত।

শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা প্রতিরোধেও বড় ভূমিকা নেয় এই ভ্যাকসিন

শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা প্রতিরোধেও বড় ভূমিকা নেয় এই ভ্যাকসিন

করোনায় শ্বাস প্রশ্বাস জনিত সমস্যার ক্ষেত্রেও এই টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে এই গবেষণায় দাবি করা হয়েছে। সূত্রের খবর, বৃহত্তর পরীক্ষার জন্য গবেষকরা করোনা ঠেকাতে বিপুল সংখ্যক দেশে এই বিসিজি টিকার ব্যবহার করেন। যেকানে বেশ কিছুটা সাফল্যও মেলে।

English summary
know what study says about tb vaccine can be used to prevent corona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X