বিহারের করোনা কবলিত বিয়েবাড়িতে আমন্ত্রিত ৪০০-র বেশি অতিথি, বরের শেষকৃত্যে ২০০, শেষ পরিণতি কি হল
বিহারের করোনা কবলিত মর্মান্তিক বিয়েবাড়িতে এসেছিল ৪০০-র বেশি নিমন্ত্রিত। এদিকে ওই বিয়ের ঠিক পর দিনেই করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারান বর। সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠান ও বরের শেষকৃত্যে আসা আত্মীয় ও বন্ধুবান্ধবদের মধ্যে এখন প্রায় ১০০ জনের বেশি করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে গতকালই প্রকাশ্যে আসে পাটনার পালিগঞ্জের ওই বিয়ে বাড়ির কথা।

বরের শেষকৃত্যেও হাজির ছিলেন ২০০-র বেশি মানুষ
সূত্রের খবর, গত ১৫ জুন বিহারের ওই করোনা বিধ্বস্ত বিয়ে বাড়িতে এসেছিলেন প্রায় ৪০০-র বেশি অতিথি। এমনকি বরের শেষকৃত্যেও এসেছিল ২০০-র বেশি মানুষ। এদিকে বিয়ে করতে আসার দিনই শরীর একদমই ভাল ছিল না ২৬ বছরের পাত্রের। জ্বর ও ডায়রিয়া নিয়েই বিয়ে করতে যান তিনি। এদিকে বিয়ের পরেই তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হলে তাঁকে শেষমেশ পাটনা এইমসে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

করোনা বিধি উপেক্ষা করেই চলে বিয়ের আয়োজন
সূত্রের খবর, বর্তমান পরিস্থিতিতে বিয়ের আসর বসানো হলেও কোনও ভাবেই ৫০ জনের বেশি মানুষকে নিমন্ত্রণ করার নিয়ম নেই। কিন্তু সেই নিয়ম লঙ্ঘন করে এক বিয়েবাড়িতে এসেছিলেন শতাধিক মানুষ। আর তার জেরেই করোনার এই বাড়ন্ত। এদিকে এই মর্মান্তিক ঘটনার পরে নতুন করে সংক্রমণের ভয়ে তটস্থ হয়ে আছেন এলাকার মানুষজন। এদিকে এখনও পর্যন্ত বিহারে ১০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬২ জন।

বিয়ের এক সপ্তাহ আগেই দিল্লি থেকে ফেরেন মৃত যুবক
এদিকে ওই বিয়ের পরেই আকস্মিক মৃত্যু হলে কাউকে কিছু না জানিয়েই ওই যুবকের শেষকৃত্য করে ফেলেন পরিবারের লোকেরা। কিন্তু গোটা বিষয়টিই স্থানীয়দের নজরে পড়ে। এরপর তারা প্রশাসনিক আধিকারিকদের বিষয়টি খুলে বলেন। পরবর্তীতে ১৯ জুন, পরিবারের ১৫ জন সদস্যের করোনা পরীক্ষা হলে দেখা যায় তাদের শরীরেও বাসা বেঁধেছে করোনা। সূত্রের খবর, বিয়ের এক-সপ্তাহ আগেই পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওই যুবক দিল্লি থেকে ফেরে। সরকারি আধিকারিকদের ধারণা সেখান থেকেই তিনি করোনা আক্রান্ত হয়ে থাকতে পারেন।

বিয়ে ও শেষকৃত্যে উপস্থিত ১১১ জনের শরীরে করোনার থাবা
এই ঘটনার পরেই আর আর ঝুঁকি নিতে চায়নি প্রশাসন। ২৪ ও ২৬ জুন, দু'টি বিশেষ শিবির আয়োজন করা হয় প্রায় ৪০০ জন আমন্ত্রিতের নমুনা সংগ্রহের জন্য। এদের মধ্যে সকলেই হয় বিয়েতে নয় বরের শেষকৃত্যে উপস্থিত ছিলেন। তারপরেই ১১১ জনের শরীরে করোনার জীবাণুর উপস্থিতির কথা জানা যায়। একইসাথে অন্যান্য আমন্ত্রিতদের তালিকা তৈরি করে তাদের আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।
বাম রাজ্য কেরল সেরা,পশ্চিমবঙ্গ সবচেয়ে খারাপ! বাল্যবিবাহ রোধে মমতা সরকারের উদ্যোগ পরিসংখ্যানে ধরা দিল