For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া জাল স্যানিটাইজার উদ্ধারের আসল সত্য জানেন কী

সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া জাল স্যানিটাইজার উদ্ধারের আসল সত্য জানেন কী

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যে ভারতে নকল হ্যান্ড স্যানিটাইজার উদ্ধারের খবরটি গোটা সোশ্যাল মিডিয়া জুড়েই ভাইরাল হয়েছে। সেখানে তরল পদার্থ ভরা বেশ কিছু বোতল এবং বালতি সহ বেশ কয়েকজন ব্যক্তিকে দেখা যাচ্ছে। রয়েছে কড়া প্রহড়াও।

জাল স্যানিটাইজারের পিছনে মুসলিমরা ?

জাল স্যানিটাইজারের পিছনে মুসলিমরা ?

অনেক সোশ্যাল মিডিয়ায় ছবি গুলি শেয়ার করে দাবি করেছেন যে এটি ভারতের ঘটনা এবং এর পিছনে রয়েছে মুসলমানরা । তবে আপনি যদি ভাইরাল হওয়া চবি গুলি খুঁটিয়ে দেখেন তবে দেখতে পাবেন যে নিরাপত্তা রক্ষী সেখানে দাঁড়িয়ে আছেন তার ইউনিফর্মটিতে র‌্যাব লেখা আছে।

খবরটির সত্যতা যাচাই করে একাধিক বাংলাদেশি ওয়েবসাইট

খবরটির সত্যতা যাচাই করে একাধিক বাংলাদেশি ওয়েবসাইট

আসল ঘটনাটি আদপে ঘটেছে বাংলাদেশে। র‌্যাব বলতে সাধারণ অর্থে বোঝায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এটি বাংলাদেশ পুলিশের একটি অপরাধ ও সন্ত্রাসবিরোধী শাখা। তাছাড়া বেশ কয়েকটি বাংলাদেশী ওয়েবসাইটও এটি খবরটির সত্যতা যাচাই করেছে।

আসল ঘটনাটি ঘটে বাংলাদেশের নারায়নগঞ্জে

আসল ঘটনাটি ঘটে বাংলাদেশের নারায়নগঞ্জে

সূত্রের খবর, এপ্রিলের ৩ তারিখ বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে র‌্যাব এই বিপুল পরিমাণ জাল হ্যান্ড স্যানিটাইজার আটক করেছে বলে জানা যাচ্ছে। একজন ফেসবুক ব্যবহারকারীকেও নারায়ণগঞ্জে আটক হওয়া এই ভুয়ো স্যানিটাইজার সম্পর্কে পোস্টও করতে দেখা যায়। তাছাড়া ইতিমধ্যেই বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমেও খবরটি তুলে ধরা হয়েছে।

 ভারতে করোনা সংকট মোকাবিলা! টাকা ছাপিয়ে গরিবদের বিলির পরামর্শ নোবেল জয়ী অর্থনীতিবিদ-এর ভারতে করোনা সংকট মোকাবিলা! টাকা ছাপিয়ে গরিবদের বিলির পরামর্শ নোবেল জয়ী অর্থনীতিবিদ-এর

English summary
know the real truth about rescuing fake sanitizers that go viral on social media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X