For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীর্ঘ ৯ বছর ধরে সংসদে অবহেলিত সাম্প্রদায়িক সহিংসা প্রতিরোধ বিল, আসল কারণ জানুন

দীর্ঘ ৯ বছর ধরে সংসদে অবহেলিত সাম্প্রদায়িক সহিংসা প্রতিরোধ বিল, আসল কারণ জানুন

  • |
Google Oneindia Bengali News

সাম্প্রদায়িক হিংসা ঠেকাতে বিল তৈরি হলেও ৯ বছরেও পাশ হয়নি আইন। যে কোনও সাম্প্রদায়িক হানাহানি প্রতিরোধ, নিয়ন্ত্রণের পাশাপাশি ক্ষতিগ্রস্থদের ও পুনর্বাসনের জন্য কংগ্রেস আমলেই এই বিল সংসদে ওঠে বলে জানা যায়।

৯ বছরেরও বেশি সময় ধরে সংসদে আটকে এই বিল

৯ বছরেরও বেশি সময় ধরে সংসদে আটকে এই বিল

কিন্তু এই আইনের থেকেও আরও শক্তিশালী আইনের অজুহাতে ২০০৫ থেকে ২০১৪ সালের মধ্যে একাধিকবার ইউপিএ আমলে এই আইন প্রত্যাহার করে নেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রি পরিষদের একাবার অনুমোদন দিলেও সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ বিল, ২০০৪ কে কখনওই স্বল্প সময়ের জন্য হলেও সংসদের উচ্চ কক্ষে পাঠানো হয়নি।

২০০৫ সালে রাজ্যসভায় বিলটিকে পেশ করেন তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল

২০০৫ সালে রাজ্যসভায় বিলটিকে পেশ করেন তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল

পরবর্তী ক্ষেত্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার এই ক্ষেত্রে ভোটাভুটি থেকে নিজেদের দূরত্ব বজায় রাখে। সূত্রের খবর, সাম্প্রদায়িক সহিংসতা (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন) বিলটি তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল দ্বারা ৫ ডিসেম্বর, ২০০৫ এ রাজ্যসভায় প্রবর্তিত হয়েছিল। কিন্তু একাধিক কারণে সেই সম। এই বিলকে আইনের রূপ দিতে সক্ষম হয়নি কংগ্রেসও। পরবর্তীতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকেও এই ক্ষেত্রে সদর্থক পদক্ষেপ নিতে দেখা যায়নি।

এই আইনের প্রয়োজনীয়তা নিয়ে পুনরায় সওয়াল

এই আইনের প্রয়োজনীয়তা নিয়ে পুনরায় সওয়াল

এদিকে দিল্লি দাঙ্গার পর পুনরায় এই আইনের প্রয়োজনীয়তা নিঢ়য়ে প্রশ্ন তুলতে দেখা যায় একাধিক সাংসদকে। এদিকে কয়েকদিন আগেই দিল্লির সাম্প্রদায়িক হানাহানিতে ইতিমধ্যে প্রায় ৪৭ জন প্রাণ হারিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এমতাবস্থায় এবার মঙ্গলবারও দিল্লির সাম্প্রতিক দাঙ্গা নিয়ে টানা দ্বিতীয় দিন সংসদের উভয় কক্ষই উত্তাল হয়ে ওঠে। স্বরাষ্ট্র মন্ত্রীর অমিত শাহ পদত্যাগ দাবি করে কংগ্রেস।

মমতার বাংলায় নজর মোদীর! এক এক করে ডেকে পাঠাচ্ছেন বাংলার বিজেপি সাংসদদেরমমতার বাংলায় নজর মোদীর! এক এক করে ডেকে পাঠাচ্ছেন বাংলার বিজেপি সাংসদদের

English summary
know the real reason behind the communal violence prevention act has been ignored for 9 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X