For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরোগ্য সেতু রিস্ট ব্যান্ডের মাধ্যমে করোনা আক্রান্তদের উপর কেন্দ্রের নজরদারি ? সত্যি জানুন

আরোগ্য সেতু রিস্ট ব্যান্ডের মাধ্যমে করোনা আক্রান্তদের উপর নজরদারি চালাচ্ছে কেন্দ্র ? সত্যি জানুন

  • |
Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই একটি বিশিষ্ট সংবাদপত্র দাবি করে যে করোনা মোকাবিলায় আক্রান্ত রোগীর উপর নজরদারি চালাতে একটি বিশেষ ধরণের কব্জি বন্ধক বা রিস্ট ব্যান্ড ব্যবহার করছে সরকার।

আরোগ্য সেতু রিস্ট ব্যান্ডের মাধ্যমে করোনা আক্রান্তদের উপর কেন্দ্রের নজরদারি ? সত্যি জানুন

যেখানে আরও দাবি করা হয়েছে বর্তমানে কেন্দ্র করোনা মোকাবিলায় হাজার হাজার কব্জি ব্যান্ড তৈরির প্রস্তুতি শুরু করেছে। হাসপাতাল ও কোয়ারিন্টাইন সেন্টারে থাকা রোগীদের উপর পর্যবেক্ষনের জন্য যেগুলিকে আগামীতে ব্যবহার করা হবে। পাশাপাশি ট্রাকিংয়ের জন্য সাহায্য নেওয়া হবে আরোগ্য সেতু অ্যাপটির।

এদিকে কয়েকদিন আগেই করোনা মোকাবিলায় যাবতীয় তথ্য ও সংশয় দূর করতে প্রধানমন্ত্রী মোদী আরোগ্য সেতু অ্যাপটির ব্যবহারের পরামর্শ দেন। কিন্তু রিস্ট ব্যান্ডের ব্যবহার ও করোনা রোধে তা ট্রাকিংয়ে এই ব্যান্ডের ব্যবহার সম্পর্কে এখনও কোনো যথাযথ তথ্য পাওয়া যায়নি। একই সাথে প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবিও এই খবরকে ভুয়ো বলে চিহ্নিত করেছে।

English summary
Learn the real secret behind the Cure Bridge Wrist Band to deal with corona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X