For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উদ্বেগ-মানসিক চাপ বাড়ছে! মানব উন্নয়নে পিছিয়ে পড়ছে দেশ, UNDP ইনডেক্সে কত অবস্থানে রয়েছে ভারত জেনে নিন

উদ্বেগ-মানসিক চাপ বাড়ছে! মানব উন্নয়নে পিছিয়ে পড়ছে দেশ, UNDP ইনডেক্সে কত অবস্থানে রয়েছে ভারত জেনে নিন

Google Oneindia Bengali News

গোটা বিশ্বে মানব উন্নয়নের মান পড়তে শুরু করেছে। রাষ্ট্রপুঞ্জের মানব উন্নয়ন ইন্ডেক্সে সেদিকেই ইঙ্গিত করছে। ১৯১টি দেশের মধ্যে সমীক্ষা চালােনা হয়েছিল। তাতে ভারতের অবস্থান ১৩২ নম্বরে। এর থেকেই স্পষ্ট কোনও ভাবেই এই অবস্থান ঠিক নয়। তার একমাত্র কারণ ক্রমাগত বেড়ে চলা মানসিক চাপ। তার প্রভাব পড়েছে গোটা বিশ্বেই।

উদ্বেগ-মানসিক চাপ বাড়ছে! মানব উন্নয়নে পিছিয়ে পড়ছে দেশ, UNDP ইনডেক্সে কত অবস্থানে রয়েছে ভারত জেনে নিন

২০২০ সালের ইনডেক্সে ভারতের মান ছিল ১৩১ নম্বরে। গত এক বছরে সেটা আরও খারাপ হয়েছে তাতে কোনও সন্দেহ নেই। তবে ২০২০ সালে ১৮৯টি দেশের মধ্যে সমীক্ষা হয়েছিল। সার্বিক দিক থেকেই ভারতের মানবিক উন্নয়নের মান কমেছে। শিক্ষা, স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য সব দিক থেকেই খারাপের দিকে এগিয়েছে মোদী ভারত। মানুষের আয়ু কমতে শুরু করেছে। গোটা বিশ্বেই এই ধরন দেখা যাচ্ছে। ২০১৯-এ যেখানে আয়ু ৭২.৩ ছিল। সেখানে ২০২১ সালে সেটা কমে দাঁড়িয়েছে ৭১.৪ বছর।

গবেষকরা বলছেন সময় যত এগোচ্ছে অনিশ্চয়তায় ভুগছেন মানুষ। বিশেষ করে করোনা কালে এই প্রবণতা বেশি দেখা গিয়েছে। করোনার কারণে অসংখ্য মানুষ কাজ হারিয়েছেন। কেউ কাজ পেয়েছেন আবার কেউ একেবারেই কাজ হারিয়ে বেকার হয়ে গিয়েছেন। ফলে একটা অনিশ্চয়তা কাজ করছে তাঁদের মধ্যে। করোনা মহামারী কাটিয়ে ওঠার আগেউ ইউক্রেন রাশিয়া যুদ্ধ। একের পর এক সংকট গোটা বিশ্বে থাবা বসাচ্ছে। যার জেরে ধাক্কা খাচ্ছে অর্থনৈতিক উন্ময়ন। আর অর্থনৈতিক উন্নয়ন ধাক্কা খেলেই মানুষ অনিশ্চয়তার মধ্য ডুবে যাবে। যার ফলে তাঁদের উন্নয়ন ধাক্কা খাবে।

ভারতের সঙ্গেও তাই হচ্ছে বলে মনে করছেন গবেষকরা। মানব উন্নয়নের যে তিনটি ধাপ জরুরি সেই তিনটি ধাপই ধাক্কা খাচ্ছে। মানব উন্নয়নের প্রথম ধাপ সুস্থ দীর্ঘ জীবন। দ্বিতীয় ধাপ শিক্ষা। আর েশষ ধাপটি হল একটি সঠিক মানের জীবনযাপন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই তিনটি ধাপই ধাক্কা খাচ্ছে। তবে সার্বিক ভাবে মানব উন্নয়নে ভারত পিছিয়ে পড়লেও নারী পুরুষের মধ্যে ব্যবধান কিন্তু কমছে। সমীক্ষকরা দাবি করেেছন ভারতের একটা বড় সাফল্য এটাই। যেখানে সামাজিক, আর্থিক সব দিক দিয়ে নারী-পুরুষের মধ্যে ফারাক কমছে। এমনকী রাজনৈতিক ক্ষেত্রেও মহিলাদের যোগদান বাড়ছে।

তালিকায় ভারতের আগে রয়েছে বাংলাদেশ এবং ভুটান। অর্থাৎ এই দুই প্রতিবেশী রাষ্ট্রে মানব উন্নয়নের অবস্থা ভারতের থেকে ভাল বলে ইনডেক্সে দেখা গিয়েছে। সমীক্ষকরা জািনয়েছেন গত এক বছরে রাগ, অশান্তি, ক্ষোভ , দুঃখ মানসিক চাপ বেড়েছে মানুষের মধ্যে। তীব্র অনিশ্চয়তা আর মানসিক অবসাদ বিরুপ প্রভাব ফেলছে। তার সঙ্গে মানসিক স্বাস্থ্যও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছ।

আয়-বহির্ভূত সম্পত্তি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি তৃণমূলের ১৯ বিধায়ক-নেতার আয়-বহির্ভূত সম্পত্তি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি তৃণমূলের ১৯ বিধায়ক-নেতার

English summary
India's Human Development index ranked 123
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X