For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের এই গ্রামের সব জায়গায় জ্বলে এলইডি আলো!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কোহিমা, ১৫ জুন : উন্নয়নের দিক থেকে ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া অংশ হল উত্তর-পূর্ব ভারত। তবে এখানকারই রাজ্য নাগাল্যান্ডের দুটি গ্রাম আলো দেখাচ্ছে গোটা ভারতকে। কারণ এই এখানকার দুটি গ্রাম এমন রয়েছে যেখানে সব জায়গায় এলইডি আলোই জ্বলে।

প্রকৃতির কোলে ভারতের সেরা গ্রাম

বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট, দোকানপাট সহ সর্বত্র এলইডি আলো জ্বলছে এখানকার থানামীর গ্রামে। নাগাল্যান্ডের পুঙ্গরো সাব ডিভিশনের অন্তর্গত, মাউন্ট সারামতীর পাদদেশে অবস্থিত এই গ্রাম সম্প্রতি এই তকমা পেয়েছে।

ভারতের এই গ্রামের সব জায়গায় জ্বলে এলইডি আলো!

এই ঘটনার মাসখানেক আগে দেশের প্রথম এলইডি আলোর গ্রামের তকমা পায় নাগাল্যান্ডেরই ফকিম গ্রাম। তার আগে ভারতের কোনও গ্রামে এমন উদ্যোগ দেখা যায়নি।

সরকারি সূত্রে জানা গিয়েছে, টাংস্টেনের হলুদ আলো ছাড়তে চেয়ে গ্রামবাসীরাই প্রথমে আবেদন জানিয়েছিলেন। বদলে তাদের এলইডি আলোর বাল্ব দেওয়া হয়। তিনভাগের একভাগ টাকাও গ্রামবাসীরাই মিটিয়েছেন। বাকীটা সরকারি উদ্যোগে মেটানো হয়েছে।

শুধু এলইডি আলো লাগানোই নয়, সোলার আলো লাগানো, বাড়ির ভিতরের দেওয়ালে উজ্জ্বল রং করা, বাড়িতে না থাকলে আলো নিভিয়ে রাখা সহ ইত্যাদি নানা ভালো উদ্যোগ গ্রামবাসীরা নিয়েছেন। ফলে সকলের প্রচেষ্টাতেই এই উদ্য়োগ সফল হয়েছে বলে পরিবেশ দফতরের তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত, বিদ্যুৎ অপচয় নিয়ে ভারত তো বটেই সারা পৃথিবীতেই জোর প্রচার চলছে। বর্তমান যুগে এলইডি আলো ব্যবহার করলে ৮০ শতাংশ পর্যন্ত বিদ্যুতের অপচয় রোধ করা যায় বলে জানা গিয়েছে। ভারতের উন্নত রাজ্যগুলি যখন এই পরিষেবা চালু করতে ব্যর্থ তখন নিশ্চিতভাবেই নাগাল্যান্ডের অখ্যাত দুটি গ্রাম সারা ভারতকে পথ দেখাল।

English summary
Know how two villages in Nagaland becomes completely lit by LED bulbs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X