For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই বিশেষ উপায়ে রাজ্যগুলি জিএসটি বিল পাশ করাবে!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৬ অগাস্ট : লোকসভায় পাশ হওয়ার পরে এবার রাজ্যসভাতেও পাশ হয়েছে জিএসটি বিল বা পণ্য ও পরিষেবা কর বিল। আপাতত তা রাষ্ট্রপতির দরবারে যাবে। তিনি সই করে দিলেই তা আইন হয়ে যাবে। এরপর সমস্ত রাজ্য সেই আইনা অনুসরণ করবে। [জিএসটি বিল নিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন একনজরে]

কেন্দ্রের জিএসটি বিল পাশ করার পরে দেশের প্রথম রাজ্য হিসাবে অসম গত শুক্রবার সংবিধানের ১২২ তম সংশোধনী বিল অর্থাৎ জিএসটি বিল নিজের রাজ্য বিধানসভায় পাশ করেছে। তাদের দেখাদেখি বেশ কয়েকটি রাজ্য জিএসটি পাশ করাতে তৎপর হয়েছে। [জিএসটি বিল পাশে কোন দুই বাঙালির অবদান সবচেয়ে বেশি জানেন কি?]

এই বিশেষ উপায়ে রাজ্যগুলি জিএসটি বিল পাশ করাবে!

অসমের পরে সম্ভবত বিহার দ্বিতীয় রাজ্য হিসাবে জিএসটি বিল পাশ করতে চলেছে। এদিন মঙ্গলবার বিশেষ অধিবেশন ডেকে তা পাশ করানো হবে বলে জানা গিয়েছে। বিহারের বিধানসভার বাদল অধিবেশন গত ৪ অগাস্ট শেষ হয়েছিল। তবুও শুধুমাত্র জিএসটি পাশ করাতে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। [জিএসটির ফলে কোন জিনিসের দাম বাড়তে বা কমতে পারে]

এছাড়া ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিও বিশেষ অধিবেশন ডেকে জিএসটি বিল পাশ করাবে বলে জানা গিয়েছে। এদের সকলেরই বাদল অধিবেশন জুলাইয়ের মধ্যে অথবা অগাস্টের প্রথম সপ্তাহে শেষ হয়েছে। তবুও শুধুমাত্র জিএসটি বিল পাশ করাতে বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে বুধবার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাত, আগামী ২২ অগাস্ট বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে জিএসটি বিল পাশ করাবে। মধ্যপ্রদেশে ২৪ অগাস্ট এই বিল পাশ করানোর কথা রয়েছে। দেশের মধ্যে ৩১টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে ১৩টি বিজেপির হাতে রয়েছে। সেগুলিতে মসৃণভাবে জিএসটি বিল পাশ হয়ে যাবে। বাকীগুলিতেও কোনওরকম প্রতিরোধ ছাড়াই জিএসটি বিল পাশ হবে বলে আশাপ্রকাশ করা হচ্ছে।

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সম্মতি পেলে ৬০ দিনের মধ্যে প্রতিটি রাজ্যের প্রতিনিধিদের নিয়ে জিএসটি কাউন্সিল গঠিত হবে। এরপরে সেই কমিটিই জিএসটির গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ করবে।

English summary
Know how the States will ratify GST bill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X