For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই অ্যাপগুলি মোবাইলে রয়েছে কি! তাহলে আপনার গোপন তথ্যও বেহাত হওয়ার ভয় রয়েছে

নমো অ্যাপের মাধ্যমে ইউজারদের ২২টি ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যাচ্ছে অজান্তেই। তার মধ্যে রয়েছে লোকেশন, ছবি, কন্টাক্ট লিস্ট, মাইক্রোফোন থেকে শুরু করে ক্যামেরা পর্যন্ত।

  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদী অ্যাপ নিয়ে বিরোধীরা ইতিমধ্যে সুর চড়াতে শুরু করেছে। কেমব্রিজ অ্যানালিটিকা ফেসবুক ইউজারদের তথ্য গোপনে ফাঁস করার ঘটনা সামনে আসার পর থেকেই ভারতেও অনলাইনে তথ্য ফাঁসের অভিযোগ ঘিরে হইচই চলছে। তার মধ্যেই ফোকাসে চলে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামের নমো অ্যাপ।

এই অ্যাপগুলি মোবাইলে রয়েছে কি! দেখে নিন এখুনি

বলা হচ্ছে, এই অ্যাপের মাধ্যমে ইউজারদের ২২টি ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যাচ্ছে অজান্তেই। তার মধ্যে রয়েছে লোকেশন, ছবি, কন্টাক্ট লিস্ট, মাইক্রোফোন থেকে শুরু করে ক্যামেরা পর্যন্ত।

শুধু নমো অ্যাপই নয়, পিএমও ইন্ডিয়া অ্যাপ থেকে ১৪টি ডেটা পয়েন্ট হাতানো হচ্ছে। এছাড়া মাইগভ অ্যাপ থেকেও ৯টি ডেটা পয়েন্টে হাতানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এর পাশাপাশি অ্যামাজন ইন্ডিয়া অ্যাপ থেকে ১৭ ধরনের অনুমতি নিতে গেলে তথ্য দিতে হয়। পরিষেবা দিতে পেটিএম অ্যাপ ২৬টি ডেটা পয়েন্টে তথ্য চায়। দিল্লি পুলিশ ২৫টি ডেটা পয়েন্টে তথ্য চায়।

প্রসঙ্গত, সাইবার নিরাপত্তা গবেষক বলে পরিচিত ইলিয়ট অ্যান্ডারসন শনিবার একাধিক টুইট করে নরেন্দ্র মোদী অ্যাপের ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার বিষয়টি সামনে আনেন। সেখানেই বলা হয়, আমেরিকার কোম্পানির হাতে ইউজারদের তথ্য তুলে দেওয়া হচ্ছে বলে। অভিযোগ ছিল, নরেন্দ্র মোদীর অ্যাপে সাইন আপ করার সঙ্গে সঙ্গে যাবতীয় তথ্য থার্ড পার্টির কাছে চলে যায়। কেননা থার্ড পার্টি ডোমেনের মালিকানা আমেরিকার একটি সংস্থার হাতে রয়েছে।

শুধু বিজেপি বা কেন্দ্রের অ্যাপই নয়, কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ অনেক অ্যাপই একাধিক পয়েন্টে তথ্য নেয় ব্যবহারকারীদের কাছ থেকে। সেই তথ্য কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন ওঠাটাই এখন স্বাভাবিক।

English summary
How NaMo App, MyGov app and others asks for access to numerous data points
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X