For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংক্রমণের পর মানবদেহে কেমন আচরণ করে করোনা ? জেনে নিন

সংক্রমণের পর মানবদেহে কেমন আচরণ করে করোনা ? জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাস নিয়ে চিন্তিত গোটা বিশ্ব, সারা বিশ্বে করোনা আক্রান্ত্রের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে, করোনা ভাইরাস কিভাবে শরীরে প্রবেশ করে তা সকলেরই জানা। কিন্তু এই করোনা ভাইরাস মানব দেহে কিভাবে সংক্রমণ ঘটায়, এই বিষয়ে বিশেষজ্ঞরা কি বলেছে জেনে নিন।

কীভাবে শরীরে প্রবেশ করে করোনা ভাইরাস?

কীভাবে শরীরে প্রবেশ করে করোনা ভাইরাস?

কোনো করোনা আক্রান্ত রোগীর হাঁচি বা কাশির ড্রপলেট বায়ুতে ঘুরে বেড়ায়, এবং রোগীর সংস্পর্শে আশা ব্যক্তির শরীরে নাক, মুখ ও চোখের মধ্য দিয়ে ড্রপলেট প্রবেশ করে। এবং প্রবেশ করার পরক্ষনেই দ্রুত গলার ভিতরের দিকের কোষে গিয়ে হানা দেয়। গলার মধ্যে কার কোষ হয়ে যায় গ্রাহক কোষ, এই গ্রাহক কোষ থেকেই বংশ বিস্তার করতে থাকে করোনা ভাইরাস। ভাইরাসগুলি ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করে।

অপ্রতিরোধ্য হয়ে ওঠে ভাইরাসের শক্তি

অপ্রতিরোধ্য হয়ে ওঠে ভাইরাসের শক্তি

ভাইরাস হ'ল একটি রাসায়নিক যৌগ যা কেবলমাত্র কয়েকটা অণু দ্বারা গঠিত। এই রেণুগুলি বিভিন্ন ধরণের আকার তৈরি করার জন্য নিজেকে বিভিন্ন ক্রমে সাজিয়ে তোলে। করোনাভাইরাসের ক্ষেত্রে, এই অণুগুলি মুকুটের মত একটি বস্তুর সাথে ঝকঝকে লাল বল তৈরি করে।এগুলি আকারে খুব ছোট।কিছু ভাইরাস অন্যান্য রোগজীবাণুগুলিকে সংক্রামিত করে এবং তাদের অসুস্থ করে তোলে। ব্যাক্টেরিওফেজ একটি দুর্দান্ত উদাহরণ।

কীভাবে ক্ষতি করে করোনা?

কীভাবে ক্ষতি করে করোনা?

তার পরই শুরু হয় হালকা গলাব্যথা ও শুকনো কাশি। পর মুহূর্তে দ্রুত এই ভাইরাস ব্রঙ্কিওল টিউবে ছড়িয়ে পড়ে। এবং ধীরে ধীরে ফুসফুসে আক্রমণ করে। এবং অ্যালভিওলাই ও ফুসফুসের থলিগুলির ক্ষতি করে। ফলে দেশের পক্ষে শ্বাস প্রশ্বাসের কাজটাও কঠিন হয়ে পরে। সুতরাং অক্সিজেন সরবরাহ করা ও কার্বন ডাই অক্সাইড অপসারণ করা কঠিন হয়ে পরে।

English summary
know how coronavirus acts after infection in the human body
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X