For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ প্রকাশ পাচ্ছে সিবিএসই-র জেইই মেন পরীক্ষার ফল, কী ভাবে পাবেন রেজাল্ট আপডেট

জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অ্যাডভান্সড ২০১৮-র ছাড়পত্র আজ মিলবে। কারণ, আজই প্রকাশ পাচ্ছে সিবিএসই-র জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা জেইই- ২০১৮-র ফল।

Google Oneindia Bengali News

জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অ্যাডভান্সড ২০১৮-র ছাড়পত্র আজ মিলবে। কারণ, আজই প্রকাশ পাচ্ছে সিবিএসই-র জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা জেইই- ২০১৮-র ফল। সুতরাং পরীক্ষার্থীরা নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর হাতের কাছে রাখতে পারে। ফল বের হবে জেইই-র ওয়েবসাইটে। এই অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে দেখে নেওয়া যাবে পরীক্ষার ফলাফল। ২০ মে হবে জেইই ২০১৮-র অ্যাডভান্সড পরীক্ষা।

জেনে নিন জেইই মেন পরীক্ষার ফল জানার উপায়গুলি

এবছর জেইই-র অফলাইন পরীক্ষা হয়েছিল ৮ এপ্রিল। এরপর কম্পিউটার বেসড মোড(অনলাইন) এক্সামিনেশন অনুষ্ঠিত হয়েছিল ১৫ ও ১৬ এপ্রিল। এবছর জেইই-র অ্যাডভান্সড এক্সাম পরিচালনার দায়িত্বে রয়েছে আইআইটি কানপুর। পুরো পরীক্ষাটাই হবে কম্পিউটার বেসড টেস্ট মোডে।

নিজের রেজাল্ট দেখতে ছাত্র-ছাত্রীরা লগ-ইন করবে jeemain.nic.in-এ। এখানে জিইই মেন-এর পেপার ১-র ফল পাওয়া যাবে। এই ফলের সঙ্গে সঙ্গে থাকবে একটি স্টেটাস রিপোর্ট। এতে লেখা থাকবে যে ওই ছাত্র বা ছাত্রী জেইই অ্যাডভান্সড পরীক্ষার জন্য যোগ্যতা পেয়েছে কি না। এখানে যে ক্রম তালিকা বের হবে তা জাতীয় ক্রম-তালিকা হবে। ২৪ এপ্রিল সিবিএসই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা জেইই ২০১৮-র প্রশ্নের উত্তর প্রকাশ করেছিল। এবছর ১০.৪৩ লক্ষ ছাত্র-ছাত্রী জেইই পরীক্ষায় বসেছে।

কী ভাবে রেজাল্ট জানবেন-

  • jeemain.nic.in- ওয়েবসাইটে লগ অন করতে হবে।
  • JEE mains 2018 Results-লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এবার অ্যাপ্লিকেশন নম্বর, জন্ম সাল -তারিখ এবং সিকিউরিটি পিন দিতে হবে।
  • লগ ইন বোতামে ক্লিক করলে চলে আসবে ফল।

ব্যাচেলর ইঞ্জিনিয়ারিং বা বিই এবং ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রিতে ভর্তির জন্য জেইই পরীক্ষা নেওয়া হয়। জিইই-তে স্থান পাওয়া পরীক্ষার্থীরা এনআইটি, আইআইটি এবং কেন্দ্রীয় সরকারের অনুদানে চলা প্রযুক্তিকেন্দ্রগুলি সংক্ষেপে যাদের বলা হয় সিএফটিআই-এ ভর্তির অনুমোদন পায়।

English summary
JEE Mains Examination's result is coming out today. Students can check their result through online.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X