For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কূটনীতিতে আন্তর্জাতিক স্তরে জয়জয়কার মহিলাদের , চিনে নিন এই ভারতীয় মহিলা কূটনীতিদবিদদের

কূটনৈতিক আজ স্তরে নারী দিবস, চিনে নিন রাষ্ট্রসংঘে ভারতের শীর্ষ নারী কূটনীতিবিদদের

Google Oneindia Bengali News

রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ২৪শে জুনকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে মনোনীত করার প্রস্তাব গৃহীত হয়েছে। রাষ্ট্রসংঘে মালদ্বীপের রাষ্ট্রদূত থিলমিজা হুসেন বলেন "মহিলারা কূটনৈতিক উচ্চপদে যখন বসেন তখন দেখা গিয়েছে তাঁরা পুরুষদের তুলনায় সংখ্যায় অনেক বেশি রয়েছেন এবং তাঁরা দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। " উন্নয়ন থেকে শুরু করে বিশ্বশান্তি ও গণতন্ত্র রক্ষা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সকল স্তরে পুরুষের সঙ্গে সমান শর্তে নারীর অংশগ্রহণ করছেন। তাই এই দিনটিকে আমরা নারী দিবস হিসাবে চিহ্নিত করেছি।

আবদুল্লাহ শহীদ যিনি রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের ৭৬ তম অধিবেশনের সভাপতি, তিনি এই নারী দিবসের প্রস্তাবটি গৃহীত হওয়ার সভাপতিত্ব করেছিলেন। তিনি বলেন , "কূটনীতিক স্তরে কর্মরত মহিলারা আজ অসাধারণ কাজ করছেন। তাঁরা অনেককেই অনুপ্রানিত করছেন তাদের কাজের মাধ্যমে। কূটনীতি থেকে শুরু করে বিশেষ সিদ্ধান্ত গ্রহণে নারীদের অবদান থাকা সত্ত্বেও, তাদের সিনিয়র কূটনৈতিক পদে দেওয়া হচ্ছে না। এটা ঠিক নয়।" । মালদ্বীপের রাজনীতিবিদ যোগ করেছেন, "মহিলারা এখনও অনেক জায়গায় কোথাও পেশাগত অগ্রগতিতে বাধা পান শুধুমাত্র মহিলা হওয়ার জন্য , এটা মানা যায় না। অথচ যারা এর মাথায় রাজ করছেন তাদের দেখলে অবাক হতে হয়।"

স্নেহা দুবে

স্নেহা দুবে

তেমনই একজন স্নেহা দুবে। রাষ্ট্রসংঘে ভারতের প্রথম সচিব, ২০১২ ব্যাচের একজন ভারতীয় ফরেন সার্ভিস (IFS) অফিসার। দুবে গোয়া থেকে তার স্কুলিং শেষ করে পুনে ফার্গুসন কলেজে উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন বলে জানা যায়। পরে তিনি দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) আন্তর্জাতিক স্টাডিজে এমফিল করতে যান। দুবে গত বছরের সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে তার ভাষণে কাশ্মীর ইস্যুটি উত্থাপন করে প্রধানমন্ত্রী ইমরান খানকে চাপে ফেলে দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রশংসা পেয়েছিলেন তিনি। "

রুচিরা কাম্বোজ

রুচিরা কাম্বোজ


কূটনীতিক রুচিরা কাম্বোজ মঙ্গলবার রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি নিযুক্ত হয়েছেন। তিনি টি এস তিরুমূর্তি এর স্থলাভিষিক্ত হবেন। কাম্বোজ, একজন ১৯৮৭-ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS) অফিসার, বর্তমানে ভুটানে ভারতের দূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিদিশা মৈত্র

বিদিশা মৈত্র


ভারতীয় কূটনীতিক বিদিশা মৈত্র, ২০০৯-ব্যাচের 'IFS' অফিসার। তিনি ২০২০ সালের নভেম্বরে সাধারণ পরিষদের একটি সহায়ক অঙ্গ সংস্থা ইউএন অ্যাডভাইজরি কমিটি অন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড বাজেটারি প্রশ্নে (ACABQ) নির্বাচিত হয়েছিলেন। এটা ভারতকে কূটনৈতিক ক্ষেত্রে ব্যাপক সাহায্য করেছিল। তার কৃতিত্ব এসেছে এমন এক সময়ে যখন ভারত ২০২১ সালের জানুয়ারিতে দুই বছরের মেয়াদের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে বসার প্রস্তুতি নিচ্ছিল। মৈত্র তার কর্মক্ষমতার জন্য 'সেরা ট্রেনিং অফিসার' স্বর্ণপদক জিতেছিলেন, আগে তিনি বিদেশ মন্ত্রণালয়ে আন্ডার সেক্রেটারি (নীতি, পরিকল্পনা এবং গবেষণা) হিসাবে কাজ করেছেন।

English summary
best indian women diplomats in the eve of womens day at United Nations
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X