For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলস্তরের নেতা থেকে লোকসভা স্পিকার! ব্যতিক্রমী ওম বিড়লা

রাজস্থান থেকে দু-বারের সাংসদ এবার লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থান থেকে দু-বারের সাংসদ এবার লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। সাধারণভাবে এই পদের জন্য সিনিয়র সাংসদদের বেছে নেওয়া হলেও, এবারই হয়ে গিয়েছে ব্যতিক্রম। বিজেপি নেতৃত্বাধীন এনডি আশ্চর্যজনকভাবে এবার তাঁকে বেছে নিয়েছে। বলা ভাল তাঁকে বেছে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

মোদী ও শাহের কাছের লোক

মোদী ও শাহের কাছের লোক

সূত্রের খবর অনুযায়ী, স্পিকার পরে বিড়লার নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বছর ৫৬-র ওম বিড়লা মোদী, বিজেপি সভাপতি অমিত শাহের কাছের লোক বলেই পরিচিত। এদিন স্পিকার পদে এনডিএ বিহীন দলগুলিও ওম বিড়লাকে সমর্থন করেছে। তাদের মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস, ওয়াইএসআর কংগ্রেস, বিজু জনতা দল।

ছিলেন রাজস্থান বিধানসভার সদস্য

ছিলেন রাজস্থান বিধানসভার সদস্য

ছাত্র নেতা হিসেবে রাজনীতি শুরু করেন তিনি। ১৯৭৯ সালে ছাত্র সংগঠনের সভাপতি ছিলেন তিনি। ১৯৯১ থেকে ২০০৩ পর্যন্ত তিনি ভারতী জনতা যুব মোর্চার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। জাতীয় পর্যায়ে তিনি যুব মোর্চার সহ সভাপতির দায়িত্বও পালন করেছেন। ২০০৩, ২০০৮ এবং ২০১৩ সালে রাজস্থানের কোটা দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন ওম বিড়লা।

লোকসভায় ওম বিড়লা

লোকসভায় ওম বিড়লা

২০১৪-র পর ২০১৯, কোটা-বুন্দি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। ২০১৪ সালে কংগ্রেসের রামনারায়ণ মীনাকে তিনি হারিয়েছিলেন ২.৫ লক্ষ ভোটে। সাংসদ হিসেবে প্রথমবারেই লোকসভায় ৮৬ শতাংশ উপস্থিতি রয়েছে তাঁর। ৫ ছরে ৬৭১ টি প্রশ্ন করেছিলেন। ১৬৩ টি বিতর্কে অংশ নিয়েছিলেন। লোকসভায় একাধিক কমিটির সদস্য ছিলেন তিনি।

পড়াশোনা

পড়াশোনা

কোটার গর্ভমেন্ট কমার্স কলেজ থেকে কমার্সে স্নাতকোত্তর ডিগ্রি।

(ছবি সৌজন্য:পিটিআই)

English summary
Know about the profile of Om Birla, 17th Loksabha Speaker and BJP MP from Rajasthan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X