২০১৯ সালে ইসরো কতগুলো উপগ্রহ মহাকাশে পাঠালো জেনে নিন
১৯৬২ সালেই ভারত সরকার প্রথম জাতীয় মহাকাশ গবেষণা কমিটি বা ইনকোসপার গঠন করে। তারপরই ভারত প্রথম মহাকাশে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
পরবর্তীকালে ১৯৬৯ সালে ইনকোসপারের বদলে ইণ্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর প্রতিষ্ঠা হয়। এরপরই বিক্রম সারাভাইয়ের নেতৃত্বে পৃথিবীর মহাকাশ গবেষণার ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয় ইসরোর হাত ধরে। এবার এক ঝলকে দেখে নিন ২০১৯ সালে ইসোর পক্ষ থেকে কোন কোন উপগ্রহ মহাকাশে পাঠানো হয়।

মাইক্রোস্যাট-আর
পিএসএলভি-সি৪৪ এর মাধ্যমে জানুয়ারির ২৪ তারিখ মাইক্রোস্যাট-আর ইমেজিং স্যাটেলাইটটিকে সফলভাবে ২৭৪ কিলোমিটার দৈর্ঘ্য কক্ষপথে স্থাপন করা হয়। এটিই চলতি বছরে ভারতের মহাকাশে পাঠানো প্রথম উপগ্রহ।

জিস্যাট-৩১
ভারতের টেলিযোগাযোগ স্যাটেলাইট জিস্যাট-৩১-কে ২০১৯ সালের ৬ই ফেব্রুয়ারি সফল বাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়। ফরাসি গিয়ানার কুরুউ লঞ্চ বেস থেকে আরিয়েন -৫ ভিএ-২৪৭ দ্বারা ২৫৩৬ কেজির উপগ্রহটি মহাকাশে পাঠায় ইসরো।
এই স্যাটেলাইটটি ইসরোর আগের ইনস্যাট ও জিএসএটি স্যাটেলাইট সিরিজের অন্যতম উত্তরসূরি বলে জানিয়েছেন মহাকাশ গবেষকেরা। উপগ্রহটি ভারতের মূল ভূখণ্ড এবং দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ এলাকার উপর নজরদারি চালাতে পারে বলেও জানানো হয়েছে।

ইমিস্যাট
২০১৯-এর ১লা এপ্রিল পিএসএলভি-সি ৪৫ এর মাধ্যমে ইসোর এই মিনি স্যাটেলাইটটিকে মহাকাশে পাঠানো হয়। এটির ওজন প্রায় ৪৩৬ কেজির আশে পাশে। ৭৪৮ কিলোমিটার উচ্চতার সুরক্ষিত সূর্য-সিঙ্ক্রোনাস পোলার কক্ষপথে স্যাটেলাইটটিকে সফলভাবে স্থাপন করা হয়। বৈদ্যুতিন চৌম্বকীয় বর্ণালী পরিমাপের উদ্দেশ্যেই উপগ্রহটিকে মহাকাশে পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা।

রিস্যাট-২বি
রিস্যাট -২ বি হলো মূলত একটি ব়্যাডার ইমেজিং আর্থ পর্যবেক্ষণকারী উপগ্রহ। পৃথিবীর উপর নজরদারির উদ্দেশ্যেই চলতি বছরের মে মাসের ২২ তারিখ রিস্যাট-২বি উপগ্রহটিকে মহাকাশে পাঠানো হয়। পিএসএলভি-সি৪৬ মিশনের মাধ্যমে এটিকে মহাকাশে পাঠায় ইসরো।

চন্দ্রযান ২
ইসরো অন্যান্য অভিযানের তুলনায় চন্দ্রযান-২ মিশন একটি অত্যন্ত জটিল মিশন। পূর্ববর্তী মিশন গুলির তুলনায় এই ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উন্নতি ঘটায় ইসরো। একটি অরবিটার, ল্যান্ডার এবং একটি রোভারের সমন্বয়ে চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরু আবিষ্কারের উদ্দেশ্যে ২২শে জুলাই এটি চাঁদের উদ্দেশ্যে পাঠানো হয়।

কার্টোস্যাট-৩
কার্টোস্যাট-৩ তৃতীয় প্রজন্মের উন্নত প্রযুক্তির একটি উপগ্রহ যা মাকাশে উচ্চ মানের ছবি তোলার ক্ষমতা রাখে। কার্টোস্যা -৩ পৃথিবীর কক্ষপথে পরিভ্রমনের মাধ্যমে বিস্তৃত নগর পরিকল্পনা, গ্রামীণ সম্পদ এবং পরিকাঠামোগত উন্নয়ন, উপকূলীয় স্থলজ সম্পদ ব্যবহার ব্যবহার সহ একাধিক বিষয়ে বিজ্ঞানীদের সাহায্য করবে। ২০১৯ সালের ১১ই ডিসেম্বর কোর্টোস্যাট-৩ কে মহাকাশে পাঠানো হয়।

রিস্যাট-২বিআর১
রিস্যাট-২ বিবিআর১ একটি ব়্যাডার ইমেজিং পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ। এটি আগামীতে উপগ্রহটি কৃষি, বনজ ও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিষেবা প্রদান করবে। ডিসমেম্বরের ১১ তারিখ ইসরোর তরফে মহাকাশে পাঠানো হয় বিশেষ প্রযুক্তিতে তৈরি এই উপগ্রটিকে।