For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এয়ার ইণ্ডিয়া কীভাবে এবারে আন্তর্জাতিক নারী দিবস পালন করল জেনে নিন

এয়ার ইণ্ডিয়া কীভাবে এবারে আন্তর্জাতিক নারী দিবস পালন করল জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

রবিবার আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে এয়ার ইন্ডিয়ার আটটি বিদেশী রুট সহ ৫০ টিরও বেশি ফ্লাইট পরিচালনার দায়িত্বে থাকলেন মহিলারাই। এই প্রসঙ্গে এয়ার ইণ্ডিয়ার তরপে একটি টুইটও করা হয়। গত বছর, এয়ার ইন্ডিয়া ১২ টি আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি ৪০টি আভ্যন্তরীণ বিমান চালায় নারী দিবসে। যার প্রতিটিই পরিচালনার দায়িত্বে ছিলেন মহিলারা।

এয়ার ইণ্ডিয়া কীভাবে এবারে আন্তর্জাতিক নারী দিবস পালন করল জেনে নিন

শনিবার এই প্রসঙ্গে জারি করা একটি বিজ্ঞপ্তিতে তারা আরও জানিয়েছে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বেশ কয়েকটি রুটে সমস্ত ক্রু মেম্বারের দায়িত্বে থাকবেন মহিলারাই। যার মধ্যে থাকছে দিল্লি থেকে সান ফ্রান্সিসকোর বিমানও।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সামাজিক-সাংস্কৃতিক বৈষ্যম্য দূর করতে এবং নারী শক্তিকে কুর্নিশ জানাতে রবিবার এয়ার ইন্ডিয়ার ৫০টিরও বেশি বিমানে ককপিটে এবং কেবিন ক্রু হিসাবে থাকছেন শুধুমাত্র মহিলারাই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এয়ার ইন্ডিয়াই সম্ভবত একমাত্র এয়ারলাইন সংস্থা যার এত গুলি দেশীয় এবং আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার দায়িত্বে থাকছেন মহিলা কর্মীরা।

করোনা সন্দেহে প্রথম মৃত্যু বাংলায়! সৌদি আরব থেকে ফেরা মুর্শিদাবাদের যুবক ছিলেন জ্বরাক্রান্তকরোনা সন্দেহে প্রথম মৃত্যু বাংলায়! সৌদি আরব থেকে ফেরা মুর্শিদাবাদের যুবক ছিলেন জ্বরাক্রান্ত

English summary
know about how air india celebrated international womens day this year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X