For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গত দুই দশকে বিশ্ব জুড়ে ঘটেছে বহু ব্রিজ বিপর্যয়, দেখে নিন সেই ঘটনাগুলি

Array

Google Oneindia Bengali News

৮০ জনের বেশি মানুষ গুজরাতের ব্রিজ দুর্ঘটনায় মারা গিয়েছেন। রবিবার সন্ধ্যাবেলা এই দুর্ঘটনা ঘটে। ভেঙে যায় শুধুমাত্র মানুষ চলাচল করার জন্য এই ব্রিজ। সেটি নদীর উপর তৈরি হয়েছিল। ভেঙে তা পড়ে নদীতে। ব্রিজে সেই সময়ে যারা চলাচল করছিলেন তারা পড়ে যান নদীতে। এই প্রথম নয় এর আগেও এমন অনেক এমন ব্রিজ বিপর্যয় ঘটেছে দেশে বিদেশে। গত দুই দশকের ব্রিজ বিপর্যয়গুলি দেখে নেওয়া যাক।

মেক্সিকো সিটি

মেক্সিকো সিটি

২০২১ সালে মেক্সিকো সিটিতে এক ভয়ংকর ব্রিজ দুর্ঘটনা ঘটে তাতে মারা যান ২৬ জন। সেখানকার মেট্রো সিস্টেম ভেঙে পড়েছিল। ভেঙে পরে যায় প্যাসেঞ্জার ট্রেন। মারা যান ২৬ব্জন আগত হয়েছিলেন ১২ জনের বেশি মানুষ।

২০১৮ সালের ইতালির জেনোয়াতে ব্রিজ বিপর্যয়ে মারা যান ৪৩ জন। ভেঙে গিয়েচিল মোরানদী ব্রিজ। এটি জার্মানি ও ইতালির হাইওয়েকে যোগ করে। এটি ওই বছরের অগাস্ট মাসের বিপুল বৃষ্টিতে ভেঙে গিয়েছিল।

 কলকাতার পোস্তার ব্রিজ

কলকাতার পোস্তার ব্রিজ


২০১৬ সালের কলকাতার পোস্তার ব্রিজ দুর্ঘটনা কে বা ভুলতে পারে। কীভাবে ভেঙে পড়েছিল ব্যস্ততম অঞ্চলের উপর নির্মীয়মাণ ফ্লাইওভার। সেটি এই বছরে সম্পূর্ণভাবে খুলে ফেলা সম্ভব হয়েছে। দুপুরবেলা হুরমুরিয়ে ভেঙে পরেছিল ব্রিজ। মারা যান ২৬ জন। আহত হয়েছিলেন ১০০ জনের বেশি মানুষ।

২০১১ সালের অক্টোবর মাসে উত্তর পূর্ব ভারতে ব্রিজ দুর্ঘটনায় ৩২ জন মারা যান। দার্জিলিং থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই ব্রিজ। সেখানে তখন চলছিল উৎসব, তার মাঝেই নেমে আসে অন্ধকার। এর কিছুদিন আগেই একইভাবে ফুট ব্রিজ দুর্ঘটনায় মারা গিয়েছিল ৩০ জন মানুষ, ব্রিজ ভেঙেছিল অরুণাচলে।

 চিনে ব্রিজ বিপর্যয়

চিনে ব্রিজ বিপর্যয়


২০০৭ সালের অগাস্ট মাসে চিনে ব্রিজ বিপর্যয় ঘটেছিল। মধ্য ইউনান শহরে ঘটেছিল ওই ঘটনা। ৬৪ জন কর্মী মারা যান ব্রিজ ভেঙে গিয়ে । তারা ওই ব্রিজ নির্মাণের কাজে নিযুক্ত ছিলেন। সেটাই ভেঙে পড়ে যায়। ওই বছর ডিসেম্বর মাসে নেপালে এক ব্রিজ দুর্ঘটনা ঘটে, যেখানে মারা যান ১৬ জন। ২৫ জন মারা যায়। বহু পুন্যার্থী তখন ওই ব্রিজ দিয়ে হাঁটছিলেন। তাঁদেরকে নিয়ে হুরমুরিয়ে ভেঙে পড়ে ব্রিজ। জানা যায় তখন প্রায় ৪০০ জন হাঁটছিলেন ওই ব্রিজের উপর দিয়ে। ভেরি নদীর উপর তৈরি ব্রিজ আচমকাই ভেঙে পড়ে। এটি কাঠমান্ডু থেকে ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত ছিল। ১০০ জন নিজেী সাঁতার কেটে বেড়িয়ে এসে নিজেদের প্রান বাঁচিয়েছিলেন।

২০০৬ সালে পাকিস্তান ও ভারতে একটি করে ব্রিজ দুর্ঘটনা ঘটে। বৃষ্টিতে ব্রিজ ভেঙে যায় পাকিস্তানে। অগাস্ট মাসের ওই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ৪০ জন। মারদান অঞ্চলে ছিল ওই ব্রিজটি। ডিসেম্বর মাসে ভারতে ১৫০ বছরের পুরনো একটি ব্রিজ ভেঙে পড়ে গিয়েছিল প্যানেঞ্জার ট্রেনের উপর, বিহারের ওই ঘটনায় ৩৪ জন মারা যান।

ভারত ও বলিভিয়ায় ঘটে ব্রিজ দুর্ঘটনা

২০০৫ সালে ভারত ও বলিভিয়ায় ঘটে ব্রিজ দুর্ঘটনা। মুম্বইতে ব্রিজ ১৯ জন শিশু সহ ২০ জন মারা যান। নদীতে পড়ে গিয়েছিল একটি স্কুল বাস ও আরও চারটি গাড়ি। বলিভিয়ায় বন্যায় ব্রিজ ভেঙে মারা গিয়েছিলেন ২৯ জন। ব্রিজ পার হচ্ছিল একটি বাস। সেটি সমেত ব্রিজকে ভাসিয়ে নিয়ে যায় বন্যার জল। মারা ২৯ জন।

সোশ্যাল মাধ্যমে ভাইরাল মোরাবি ব্রিজ দুর্ঘটনার শেষ মিনিটের ভিডিও, কী ঘটেছিল ? দেখে নিন সোশ্যাল মাধ্যমে ভাইরাল মোরাবি ব্রিজ দুর্ঘটনার শেষ মিনিটের ভিডিও, কী ঘটেছিল ? দেখে নিন

English summary
bridge collapse incidents across the world and india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X