For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝামেলা হতে পেরে জেনেও অনুমতি! লালকেল্লা কাণ্ডে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিল্লি পুলিশের

Google Oneindia Bengali News

আমাদের কাছে ঝামেলার আশঙ্কার খবর ছিল। তবে তাও আমরা কৃষক নেতাদের উপর বিশ্বাস করেই এই ট্রাক্টর ব়্যালির অনুমতি দিয়েছিলাম। এদিন এমনই চাঞ্চল্যকর দাবি করা হয় দিল্লি পুলিশের তরফে। এরপরই প্রশ্ন ওঠে, তাহলে আগের থেকে খবর থেকে থআকলে পর্যআপ্ত ব্যবস্থা কেন নেওয়া হয়নি এই ঝামেলা রুখতে। তবে এদিন দিল্লির পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব বলেন, এই কাণ্ডে জড়িত কোনও দোষীকেই ছাড়া হবে না।

বিক্ষোভ চলাকালীন দিল্লির আইটিও এলাকায় কৃষকের মৃত্যু

বিক্ষোভ চলাকালীন দিল্লির আইটিও এলাকায় কৃষকের মৃত্যু

এদিকে বিক্ষোভ চলাকালীন দিল্লির আইটিও এলাকায় যে কৃষকের মৃত্যু হয়ছে, তাঁর মৃত্যুর কারণ গুলি নয়৷ বুধবার এমনটাই জানিয়েছে উত্তর প্রদেশ পুলিশ৷ তারা জানিয়েছে যে ট্রাক্টর উল্টেই ওই কৃষকের মৃত্যু হয়েছে৷ যদিও মঙ্গলবার কয়েকটি মহল থেকে দাবি করা হয় যে গুলিবিদ্ধ হয়ে ওই কৃষকের মৃত্যু হয়েছে৷

কৃষক মৃত্যু ঘিরে ভুয়ো খবর

কৃষক মৃত্যু ঘিরে ভুয়ো খবর

পুলিশের এক শীর্ষ আধিকারিক অবিনাশ চন্দ্র জানান যে ময়নাতদন্ত রিপোর্টে বিষয়টি উঠে এসেছে৷ ট্রাক্টর উল্টে যাওয়ার যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতেই মৃত্যুর ঘটনা ঘটেছে৷ যে ভিডিওটি ভাইরাল হয়, তাতে দেখা গিয়েছে যে একটি ট্রাক্টর পুলিশের ব্যারিকেড ভাঙার সময় উল্টে যায়৷ দিল্লি পুলিশের তরফে মঙ্গলবার একই কথা জানানো হয়েছিল৷ কিন্তু কিছু বিক্ষোভকারী দাবি করেছিলেন যে গুলি করে ওই ব্যক্তিকে মারা হয়েছে৷

পুলিশের সঙ্গে হাতাহাতি-ধ্বস্তাধ্বস্তি

পুলিশের সঙ্গে হাতাহাতি-ধ্বস্তাধ্বস্তি

মঙ্গলবার কৃষকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল নয়াদিল্লি৷ পুলিশের ব্যারিকেড ভাঙা হয়েছে৷ পুলিশের সঙ্গে হাতাহাতি-ধ্বস্তাধ্বস্তি করা হয়েছে৷ গাড়ি উল্টে দেওয়া হয়েছে৷ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলন ঘিরে এমনই অভিযোগ ওঠে৷ শেষে লালকেল্লায় কৃষকরা পতাকা তুলে দেন৷ এই নিয়ে প্রবল সমালোচনা করছে বিভিন্ন মহল৷

হিংসার ঘটনার নিন্দা কেন্দ্রের

হিংসার ঘটনার নিন্দা কেন্দ্রের

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর ঘটনা প্রসঙ্গে বলেন, সাধারণতন্ত্র দিবসে রাজধানীতে এই হিংসার ঘটনার নিন্দা করার জন্য কোনও ভাষাই যথেষ্ট নয়৷ তাঁর কথায়, দোষী যেই হোক না কেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে৷ পাশাপাশি কংগ্রেসের দিকেও আঙুল তুলেছেন তিনি৷ তাঁর মতে, রাহুল গান্ধীর টুইট এই ঘটনায় প্ররোচনার কাজ করেছে৷

বাম-কংগ্রেসকে আক্রমণ

বাম-কংগ্রেসকে আক্রমণ

তিনি বলেন, 'রাহুল গান্ধী কৃষকদের সাপোর্ট করছেন না৷ কিন্তু প্ররোচনা দিয়ে যাচ্ছেন৷ এটা নাগরিকত্ব আইনের সময়ও হয়েছিল৷ কংগ্রেসের মিছিলে এই নিয়ে প্ররোচনা দেওয়া হয়৷ পরদিনই মানুষ প্রতিবাদের জন্য পথে নেমে পড়ে৷ কালও একই জিনিস হয়েছে৷ ও কাল কী টুইট করেছে তা সবাই দেখতে পাচ্ছে৷ কংগ্রেসের তরফে করা একটা টুইটে দাবি করা হয়েছিল, পুলিশের বর্বরতার কারণেই এক কৃষকের মৃত্যু হয়েছে৷'

English summary
Knew intention of farmers' tractor parade on Republic Day, but allowed rally, said Delhi Police Chief
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X