For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরবঙ্গ সফরে মমতা, মুখ্যমন্ত্রীর আগমনের আগেই আলাদা রাজ্যের দাবিতে KLO প্রধানের হুমকি

আজ উত্তরবঙ্গ সফরে মমতা, মুখ্যমন্ত্রীর আগমনের আগেই আলাদা রাজ্যের দাবিতে KLO প্রধানের হুমকি

Google Oneindia Bengali News

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে আলাদা রাজ্যের দাবিতে রীতিমতো হুমকি দিয়ে বসলেন কেএলও প্রধান। তিনি আলাদা রাজ্যের দাবি জানিয়ে রক্তগঙ্গা বইয়ে দেয়ার হুমকি দিয়েছেন। ফের উত্তরবঙ্গে কামতাপুর রাজ্যের দাবি। মমতার সফরের আগেই কেএলও প্রধান জীবন সিং ভিডিও প্রকাশ করেছেন। তাতে দেখা কামতাপুর আলাদা রাজ্যের দাবিতে সরব হয়েছেন তিনি। বিজেপির আলাদা রাজ্যের দাবিকে সমর্থন জানিয়েছেন কেএলও প্রধান।

উত্তরবঙ্গ সফরে প্রধানমন্ত্রী মোদী

উত্তরবঙ্গ সফরে প্রধানমন্ত্রী মোদী

আজই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সফর করবেন তিনি। প্রথম দিনেই যাবেন আলিপুরদুয়ার। সেখানে সভা করার কথা রয়েছে তাঁর। সেখান থেকে মঙ্গলবার যাবেন জলপাইগুড়ি। সেখানেও সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মমতা। দুপুর বারোটা নাগাদ নবান্নে মন্ত্রিসভার বৈঠক করবেন তিনি। তারপর রওনা হয়ে যাবেন বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে। রাতে তিনি থাকবেন মালঙ্গী ফরেস্ট লজে।

কী কী কর্মসূচি রয়েছে মমতার

কী কী কর্মসূচি রয়েছে মমতার

৩ দিনের উত্তরবঙ্গ সফরে ঠাসা কর্মসূচি রয়েছে মমতার। প্রথম দিনেই আলিপুরদুয়ার সভা করবেন তিনি। সেখানে ডুয়ার্স কন্যায় সভা করবেন তিনি। সূত্রের খবর আলিপুরদুয়ারের সভা থেকে প্রায় দেড়শো কোিট টাকার চোদ্দটি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। সেই সঙ্গে ষোলো কোটি টাকা মূ্ল্যের পানীয় জল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
মঙ্গলবার জলপাইগুড়িতে সভা রয়েছেন মমতার। মঙ্গলবার সুভাষিণী চ-বাগানে গণবিবাহের অনুষ্ঠনে যোগ দেবেন তিনি। সেই সঙ্গে প্রশসনিক বৈঠক করবেন মমতা।

কেএলও নেতার হুমকি

কেএলও নেতার হুমকি

মমতার সফরের আগে ফের জেগে উঠেছে কেএলও নেতারা। জীবন সিং ভিডিও প্রকাশ করে জানিয়েছেন, কামতাপুর রাজ্যের বাসিন্দাদের উপর নিপীড়ণ চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যয় এবং তাঁর সরকার। এভাবে যদি নীপিড়ণ চলতে থাকে তাহলে রক্তগঙ্গ বইবে বলে হুমকি দিয়েছেন তিনি। নিজের গোপন ডেরা থেকেই এই হুমকি ভিডিও পাঠিয়েছেন কমতপুর লিবারাইজেশন অর্গানাইজেশনের প্রধান জীবন সিং। বিজেপি সাংসদ জন বর্লা, নীশিথ প্রামণিকদের উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবিকে সমর্থন জানিয়েছেন তিনি।

জিটিএ নির্বাচনের আগে সফর

জিটিএ নির্বাচনের আগে সফর

জিটিএ নির্বচন ঘোষণা হওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএ ভোট নিয়ে ইতিমধ্যেই পাহাড়ে বিরোধিতা শুরু করে দিয়েছে বিজেপি। বিমল গুরুং বিদ্রোহী হয়ে উঠেছেন। অনশনে বসেছিলেন তিনি। তারপরে অসুস্থ হয়ে পড়েন। জিটিএ ভোট নিয়ে বিদ্রোেহর মাঝে মমত বন্দ্যোপাধ্যায়ের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

English summary
Mamata Banerjee visit North Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X