For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজেদের মধ্যে দেখাসাক্ষাৎ থেকে একসঙ্গে ডিনারে নিষেধ, মুম্বইয়ে আঁটোসাঁটো সুরক্ষায় কেকেআর

নিজেদের মধ্যে দেখাসাক্ষাৎ থেকে একসঙ্গে ডিনারে নিষেধ, মুম্বইয়ে আঁটোসাঁটো সুরক্ষায় কেকেআর

  • |
Google Oneindia Bengali News

আবু ধাবিতে উড়ে যাওয়ার আগে এক কথায় সম্পূর্ণ আইসোলেশনে নাইট ব্রিগেড। করোনার মাঝে ক্রিকেট শুরুতে প্রথম দিন থেকেই বায়ো বাবল সুরক্ষাবলয়ে খেলা হচ্ছে। আমিরশাহীতে এই নিরাপত্তা মেনেই ১৯ সেপ্টেম্বর থেকে ১৩ তম আইপিএলের আসর বসতে চলেছে। তার আগে দেশের মাটিতেও আঁটোসাঁটো সুরক্ষায় কেকেআর দল।

কেকেআর দলে নিজেদের মধ্যে দেখাসাক্ষাৎ সম্পূর্ণ বন্ধ

কেকেআর দলে নিজেদের মধ্যে দেখাসাক্ষাৎ সম্পূর্ণ বন্ধ

দলের সূত্রে জানা গিয়েছে, কেকেআরের ভারতীয় ক্রিকেটাররা বুধবার রাতের দিকে মুম্বইয়ে ঢুকে পড়েছেন। নাইটদের অধিনায়ক দীনেশ কার্তিকও বুধবার মুম্বই পৌঁছন। কিন্তু এই মুহূর্তে কেকেআর দলে নিজেদের মধ্যে দেখাসাক্ষাৎ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

একসঙ্গে ডিনার করাও বন্ধ

একসঙ্গে ডিনার করাও বন্ধ

মুম্বইয়ে একই হোটালে থাকলেও ক্রিকেটারদের নিজেদের মধ্যে দেখা করা যেমন বন্ধ, ঠিক তেমনিই ক্রিকেটারদের একসঙ্গে ডিনার করাতে নিষেধাজ্ঞা রয়েছে। কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকও টিমের বাকিদের সঙ্গে দেখা করতে পারছেন না বলে দলের সূত্রে জানা গিয়েছে।

কেন এই নিষেধাজ্ঞা

কেন এই নিষেধাজ্ঞা

জানা গিয়েছে, মুম্বই আসার আগে কেকেআর দলের প্রত্যেকের একপ্রস্থ করোনা পরীক্ষা করা হয়েছে। মুম্বইয়ে এসে ফের করোনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার যতক্ষণ না সেই করোনা রিপোর্ট নেগেটিভ আসছে,ততক্ষণ কেকেআরের কোনও ক্রিকেটারই নাকি সতীর্থদের সঙ্গে দেখা করতে পারবেন না, দলের অন্দরে এমনই নিয়ম জারি করা রয়েছে।

কবে আমিরশাহীর বিমান ধরছে কেকেআর

কবে আমিরশাহীর বিমান ধরছে কেকেআর

দলীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে মরুদেশের বিমান ধরবে কেকেআর। বৃহস্পতিবারই দলের প্রত্যেকে করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার কথা। আইপিএল খেলতে আবু ধাবিতে উড়ে যাওয়ার আগে ভিডিও বার্তায় ইডেন ও বাংলায় ক্রিকেট ফ্যানেদের মিস করবেন বলে কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক মন্তব্য করেছেন।

সচিন-বিরাটের ব্যাট সারিয়ে দেওয়া আশরফ ভাই ভালো নেই, কী অবস্থা তাঁর?সচিন-বিরাটের ব্যাট সারিয়ে দেওয়া আশরফ ভাই ভালো নেই, কী অবস্থা তাঁর?

English summary
KKR cricketers are in mumbai, will fly to dubai on friday, maintaining covid-19 rules in hotel
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X