For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫০০টিরও বেশি অপ্রচলিত ও প্রাচীন আইন বাতিল করা হবে, কেন এমন সিদ্ধান্ত কেন্দ্রের

১৫০০টিরও বেশি অপ্রচলিত ও প্রাচীন আইন বাতিল করা হবে, কেন এমন সিদ্ধান্ত কেন্দ্রের

  • |
Google Oneindia Bengali News

ভারতের অপ্রচলিত ও প্রাচীন আইনগুলি বাতিল করার বিষয়ে ভাবনা-চিন্তা শুরু হয়েছিল আগেই, এবার তা বাস্তাবায়িত করার পরিকল্পনা নিল কেন্দ্র। কেন্র্o সিদ্ধান্ত নিয়েছে ১৫০০টিরও বেশি অপ্রচলিত ও প্রাচীন আইন বাতিল করা হবে। সম্প্রতি তা জানিয়েছেন কেন্দ্রের আইনমন্ত্রী কিরেন রিজিজু।

১৫০০টিরও বেশি অপ্রচলিত ও প্রাচীন আইন বাতিল করা হবে, কেন এমন সিদ্ধান্ত কেন্দ্রের

কিরেন রিজিজু বলেন, কেন্দ্রীয় সরকার সর্বদা দেশের উত্তর-পূর্ব দিকে নদর দেয়। শুঘু নজর নয়, বিশেষ ফোকাস দেয় উত্তর-পূর্বে। তাই উত্তর-পূ্র্ব ভারত যেন পিছিয়ে পড়ছে বলে না ভাবে। আর উত্তর-পূর্বের পিছিয়ে থাকার কোনও কারণ নেই। ভারতের উত্তর-পূর্বের রাজ্য পিছিয়ে থাকবে না। সে জন্য কেন্দ্রীয় সরকার আইন পর্যন্ত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু বলেন, সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন কেন্দ্র ১৫০০টিরও বেশি অপ্রচলিত আইন বাতিল করবে। কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন অপ্রচলিত আইনগুলি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনে প্রতিবন্ধকতা তৈরি করে। এবং যে সমস্ত আইনগুলি বর্তমান সময়ে প্রাসঙ্গিক নয়, কিংবা আইনের বইতে থাকার যোগ্য নয় যে সমস্ত আইন, তা রিজিজু জানান সাংবাদিক বৈঠকে।

রিজিজু বলেন, কেন্দ্রীয় সরকার চায় মানুষের বোঝা কমাতে। মানুষ কোন আইন মেনে চলবে, মানুষের মেনে চলার বোঝা কমানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগ নিয়েছেন। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, তা নিশ্চিত করাই তৃণমূলের লক্ষ্য। আইনমন্ত্রীর কথায়, কেন্দ্রের এনডিএ সরকার অপ্রয়োজনীয় আইন হিসাবে সংবিধান থেকে সমস্ত অপ্রচলিত এবং প্রাচীন আইনগুলিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তাঁর কথায়, কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের উপর থেকে বোঝা কমাতে চায়। তাই আমরা সংসদের শীতকালীন অধিবেশনে সেই সমস্ত অপ্রচলিত আইন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমরা ১৫০০টিরও বেশি আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আরও অনেক রহিতকরণ আইন চালু করতে প্রস্তুত।

রিজিজু বলেন, আমাদের প্রধানমন্ত্রী চাইছেন উত্তর-পূর্বের মানুষের বোঝা কমাতে। সেইমতো কেন্দ্র উত্তর-পূর্ব দিকে বিশেষ। ফোকাস দিয়েছে। যাতে এই অঞ্চলটি কোনও ক্ষেত্রে পিছিয়ে না পড়ে, তার জন্য বিধিবদ্দ বন্দোবস্ত করতে চাইছে সরকার। তিনি বলেন, আমরা উত্তর-পূর্ব ভারতকে আরও সমৃদ্ধশালী করতে চাই। ভারতকে একটি শক্তিশালী দেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। আর ভারতকে শক্তিশালী দেশে পরিণত করতে গেলে উত্তর-পূর্ব ভারতকে শক্তিশালী করতে হবে। কারণ উত্তর-পূর্ব হল সবথেকে শুভ দিক। সেই দিককে শক্তিশালী রাখতে পারলে আর কোন বাধাই আমাদের অন্তরাত হয়ে দাঁড়াতে পারবে না।

দূষণে এশিয়া সেরা ভারত! শীতের আগেই বায়ুর গুণমান সূচকে ভয় ধরাচ্ছে যেসব শহরদূষণে এশিয়া সেরা ভারত! শীতের আগেই বায়ুর গুণমান সূচকে ভয় ধরাচ্ছে যেসব শহর

English summary
Kiren Rijiju says central gives special focus to the North-East to obsolete over 1500 acts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X