নাসার ভুয়ো পুরনো ভিডিও টুইটারে পোস্ট করে ট্রোলড পুদুচেরির গর্ভনর কিরণ বেদী
বর্তমান সময়ে এমন অনেক কিছু লেখা বা ভিডিও রয়েছে যা টুইটার এবং ফেসবুক থেকে এসে হোয়াটস অ্যাপে ফরোয়ার্ড হয়। দুর্ভাগ্যবশত, ভারতীয়দের মধ্যে অনেকেই রয়েছেন সেইসব ফরোয়ার্ড কনটেন্টগুলিকে বিশ্বাস করেন এবং অন্য সোশ্যাল মিডিয়াতে তা শেয়ারও করেন, কোনও ধরনের যাচাই ছাড়াই। একদিকে যখন আনন্দ মাহিন্দ্রা, শচীন টেন্ডুলকার এবং অন্যরা যেখানে তাঁদের 'হোয়াটস অ্যাপ উন্ডার বক্সে’ উদ্ভাবনী ও অনুপ্রেরণামূলক কনটেন্ট দেন, অনেকেই আবার অনেক ভুয়ো খবরও পোস্ট করেন। সেরকমই ভুয়ো খবরের ফাঁদে পড়ে ট্রোলড হলেন কিরণ বেদী।

পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনর এবং প্রাক্তন আইপিএস অফিসার তথা সমাজ কর্মী ও প্রাক্তন টেনিস প্লেয়ার কিরণ বেদী সম্প্রতি এমনই এক ভিডিও টুইটারে ফরোয়ার্ড করেছেন, যা বহু বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ফরোয়ার্ড হয়ে আসছে। টুইটারে এই ভুয়ে ভিডিও শেয়ার করে কিরণ বেদী ক্যাপশন দেন, 'সূর্য ওম মন্ত্র বলছে সেই ভিডিও রেকর্ড করেছে নাসা।’ যদিও নাসার পক্ষ থেকে আসল একটি ভিডিও পোস্ট করা রয়েছে ইউটিউবে, যেখানে সূর্যের শব্দ শোনা যাচ্ছে। গুগলে কেউ খোঁজ করলেই তা দেখা যাবে।
কিরণ বেদীর এই ভিডিও টুইটারে পোস্ট হওয়ার পরই তাঁকে নেটিজেনরা ট্রোলড করতে শুরু করে দেন। তবে এর পাশাপাশি আসল ভিডিও পোস্ট করে প্রাক্তন আইপিএস অফিসারের ভুলও শুধরে দেন নেটিজেনরা।