For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুবাইতে জটিল অপারেশন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের! কেমন আছেন তিনি?

সুস্থ রয়েছেন আরজেডি (RJD) সুপ্রিমো লালু প্রসাদ যাদব! সফল হয়েছে সুপ্রিমোর কিডনি প্রতিস্থাপন। আজ সোমবার কঠিন অপারেশন ছিল আরজেডি (RJD) সুপ্রিমোর। অপারেশন নিয়ে যথেষ্ট চিন্তা ছিল। এমনকি সকাল থেকেই উৎকণ্ঠা ছিল তাঁর অনুগামীদের

  • |
Google Oneindia Bengali News

সুস্থ রয়েছেন আরজেডি (RJD) সুপ্রিমো লালু প্রসাদ যাদব! সফল হয়েছে সুপ্রিমোর কিডনি প্রতিস্থাপন। আজ সোমবার কঠিন অপারেশন ছিল আরজেডি (RJD) সুপ্রিমোর। অপারেশন নিয়ে যথেষ্ট চিন্তা ছিল। এমনকি সকাল থেকেই উৎকণ্ঠা ছিল তাঁর অনুগামীদের মধ্যেও। তবে দিনের শেষে বর্ষীয়ান রাজনীতিবিদ সুস্থ রয়েছেন বলেই জানিয়েছেন ছেলে তেজস্বী যাদব।

দুবাইতে জটিল অপারেশন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের!

কিডনি প্রতিস্থাপন সংক্রান্ত অপারেশন সফল হতেই সোশ্যাল মিডিয়াতে বার্তা দিয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী। টুইট করে বিস্তারিত জানিয়েছেন তেজস্বী যাদব। যেখানে তিনি লিখছেন, বাবা লালু প্রসাদ যাদবের কিডনি প্রতিস্থাপন সংক্রান্ত অপারেশন সফল হয়েছে। অপারেশন থিয়েটার থেকে বার করে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে বলেও সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন লালু-পুত্র।

অন্যদিকে বাবা লালু প্রসাদকে কিডনি দিয়েছেন তেজস্বীর বোন রোহিনী আচার্য। তিনিও সুস্থ রয়েছে বলে জানিয়েছেন তেজস্বী। মানুষের আশীর্বাদ এবং প্রার্থনার জন্যেই বাবা সুস্থ হয়ে উঠছেন বলেও সোশ্যাল মিডিয়াতে লিখেছেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ আরজেডি (RJD) সুপ্রিমো লালু প্রসাদ যাদব। কিডনি সহ একাধিক সমস্যাতে জর্জরিত ছিলেন তিনি।

সেই মতো অক্টোবর মাসেই চিকিৎসার জন্যে সিঙ্গাপুরে গিয়েছিলেন লালুপ্রসাদ যাদব। আর সেই সময়েই চিকিতসরা তাঁকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। আর এরপরেই রোহিণী আচার্য বাবা লালুপ্রসাদকে কিডনি দেওয়ার জন্যে এগিয়ে আসেন। সোশ্যাল মিডিয়াতে জানান, তাঁর বাবার সুস্থতার জণ্যে অনেক দূর পর্যন্ত আপনি যেতে পারি। আর এরপরেই কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন যাদব পরিবার।

সেই মতো গত কয়েকদিন আগে সিঙ্গাপুর উড়ে যান লালুপ্রসাদ। অপারেশনের আগে একটি ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন রোহিণী।

শুধু তাই নয়, বাবার জন্যে দিয়েছিলেন একটা আবেগপ্রবণ বার্তাও। লিখেছিলেন, রক এন্ড রোলের জন্যে তৈরি! শুধু চাই শুভ কামনা। শুধু তাই নয়, আবেগপ্রবণ বার্তাতে রোহিণী লেখেন, আমি ভগবানকে দেখিনি। কিন্তু ভগবানের মতো বাবাকে আমি দেখেছি। শুধু তাই নয়, ডোনার হিসাবে বাবাকে কিডনি দেওয়ার তাঁর কাছে সৌভাগ্যের ব্যাপার বলেও জানিয়েছেন লালু-কন্যা।

তাঁর কাছে বাবা-মা ভগবানের সমান বলেও বার্তা তাঁর। আর তাঁদের জণ্যে সব কিছু করতে পারি বলেও বার্তা রোহিণীর। অন্যদিকে, আইসিইউতে লালু প্রসাদকে রাখা হলেও প্রতি মুহূর্তে চিকিৎসকরা তাঁর উপর নজর রাখছেন। জটিল একটা অপারেশন। ফলে আগামী ২৪ ঘন্টা গুরুত্বপূর্ণ প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, চিন্তার কোনও কারণ এখনই নেই। স্থিতিশীল বলেও জানানো হয়েছে।

English summary
kidney transplant operation of Lalu Prasad Yadav successful, condition stable
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X