For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির অশান্তির ঘটনায় চার্জশিটে বৃন্দা কারাত থেকে সলমন খুরশিদের নাম, অভিযোগ উস্কানিমূলক বক্তব্যের

  • |
Google Oneindia Bengali News

অভিযোগ রয়েছে উস্কানি মূলক বক্তব্য রাখার। আর সেই অভিযোগের জেরেই দিল্লি হিংসার ঘটনায় কংগ্রেস নেতা সলমন খুরশিদ ও সিপিএম নেত্রী বৃন্দা কারাত সহ একাধিক নেতা মন্ত্রীর নাম চার্জশিটে উঠে আসে। গত ১৭ সেপ্টেম্বর দিল্লি পুলিশের কড়কড়ডুমা আলাদলে পুলিশের পেশ করা চার্জশিটে এঁদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসে।

দিল্লির অশান্তির ঘটনায় চার্জশিটে বৃন্দা কারাত থেকে সলমন খুরশিদের নাম, অভিযোগ উস্কানিমূলক বক্তব্যের

খুরশিদর নাম একটি ডিসক্লোজার স্টেটমেন্টে উঠে আসে। যেখানে অভিযুক্ত খালেদ সাফি ও কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর ইশরত জাহানের বক্তব্যও রয়েছে। সেই ডিসক্লোজার স্টেটমেন্টে সিএএ বিরোধী প্রতিবাদ চালিয়ে যাওয়া নিয়ে বক্তব্য রাখেন খুরশিদ। চার্জশিটে বলা হয়েছে, জাহানের ডাকে খুরশিদ উস্কানি মূলক বক্তব্য সেই সময় রেখেছিলেন।

চার্জশিটে নাম থাকার খবরে সলমন খুরশিদ বলেন, 'দিল্লি পুলিশ ডাকলে , জানতে চাইব,আার কোন বক্তব্যে উস্কানি ছিল।' খুরশিদের অভিযোগ কেন্দ্রীয় সরকারের নি.ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ জেনে বুঝে এমনটা করছে। এদিকে, উত্তর পশ্চিম দিল্লির বিজেপি সাংসদা উদিত রাজের বিরুদ্ধেও রয়েছে একইভাবে উস্কানি দেওয়ার অভিযোগ। এছাড়াও পলিটব্যুরো সদস্য কবিতা কৃষ্ণাণ, ছাত্র রাজনীতির সদস্য কওলপ্রীত কৈর, বিজ্ঞাী গএহর রাজা ও আইনজীবী প্রশান্ত ভূষণের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ রয়েছে।

English summary
Khurshid, Kavita Krishnan named by accused for ‘provocative speeches’ in Delhi case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X