For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিসা জালিয়াতি মামলায় পুনরায় অভিযুক্ত খোবরাগাডে, গ্রেফতারি পরোয়ানা জারি

Google Oneindia Bengali News

ভিসা জালিয়াতি মামলায় পুনরায় অভিযুক্ত খোবরাগাডে, গ্রেফতারি পরোয়ানা জারি
নিউ ইয়র্ক, ১৫ মার্চ : দু'দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত দেবযানী খোবরাগাডের বিরুদ্ধে মামলা খারিজ করলেও পুনরায় তাঁকে ভিসা কারচুপি ও পরিচারিকাকে বেআইনিভাবে কম বেতন দেওয়ার জন্য পুনরায় অভিযুক্ত করা হল।

দেবযানীর বিরুদ্ধে অভিযোগ তিনি জাল ভিসা দাখিল করে ভারত থেকে পরিচারিকাকে নিয়ে এসেছেন। এমনকী, সেই পরিচারিকাকে ন্যূনতম বেতনও দেন না। এই মর্মে দেবযানীকে পুনরায় অভিযুক্ত দায়ের করে গ্রেফতারি পরোয়ানাও ইতিমধ্যে জারি করা হয়েছে। দেবযানীকে গ্রেফতার করা হলেই আদালতকে সে বিষয়ে আগাম জানানো হবে যাতে আদালত এই মামলায় নির্দিষ্ট সময় দিতে পারে।

কূটনীতিক রক্ষাকবচ থাকায় দুদিন আগে দেবযানীর মামলা খারিজ করে দেয় মার্কিন আদালত

মার্কিন যুক্তরাষ্ট্রের জেলা জজ উইলিয়াম পওলেকে একটি চিঠি লিখে প্রীত ভরারা জানিয়েছেন, এটা ধরেই নেওয়া হচ্ছে যে দেবযানী ভারতেই রয়েছেন। তাকে গ্রেফতার করা হচ্ছে কি না হলে, কখন তাকে গ্রেফতার করা হবে সে বিষয়ে আদালতকে বিস্তারিত জানাতে হবে।

দেবযানীর মামলা খারিজ হয়ে যাওয়ার পর প্রীত ভারারার তরফে যে অভিযোগ পুনরায় তোলা হয়েছে তা হল ভিসা জালিয়াতি ও পরিচারিকা সঙ্গীতা রিচার্ডের ভিসা আবেদন নিয়ে মিথ্যা তথ্য। এই মর্মে ২১ পাতার অভিযোগ দায়ের করা হয়েছে। ম্যানহাটানের ফেডারেল আদালতে এই মামলা দায়ের করা হয়েছে।

গতবার মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাডেকে গ্রেফতারের পর নগ্ন করে তল্লাশি চালানো হয়েছিল। এই গ্রেফতারির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ভারত। যে সময় চার্জ গঠন করা হয়েছিল, তখন তিনি কূটনীতিক রক্ষাকবচের আওতায় থাকায় অভিযোগই টিকে নি।

উল্লেখ্য, এদিকে দেবযানী মামলার পরই প্রশ্ন ওঠে প্রীত ভরারার ভূমিকা নিয়ে। মার্কিন মুলুকের সরকারি কৌঁসুলি প্রীত ভরারা বেছে বেছে ভারতীয়দের বিরুদ্ধে মামলা ঠুকছেন বলে দাবি করেছে প্রবাসী ভারতীয়দের একাংশ। উচ্চাকাঙক্ষী প্রীত ভরারা নাকি এভাবে মার্কিন প্রশাসনের নজর আকর্ষণ করে চাইছেন।

English summary
Khobragade re-indicted in US visa fraud case, Arrest warrant issued
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X