For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাতীয় খাবার হবে কি খিচুড়ি! অভিনব এই উদ্য়োগে নাম জড়াল বিখ্যাত শেফের

আগামী ৪ঠা নভেম্বর ওয়ার্ল্ড ফুট ইন্ডিয়া উৎসবে খিচুড়িকেই ভারতের ব্র্যান্ড হিসেবে তুলে ধরা হবে। একটি বিশালাকার কড়াইয়ে ৮০০ কেজি খিচুড়ি রান্না করবেন মাস্টার শেফ সঞ্জীব কাপুর।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

ভারতের জাতীয় খাদ্য কী? এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। কিন্তু প্রধান খাদ্য বলতে ভাতই বোঝায়। কিন্তু এবার শীঘ্রই জাতীয় খাদ্যের ব্র্যান্ড পেতে চলেছে ভারত। আর তা হল খিচুড়ি। আগামী ৪ঠা নভেম্বর ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া উৎসবে খিচুড়িকেই ভারতের ব্র্যান্ড হিসেবে তুলে ধরা হবে। একটি বিশালাকার কড়াইয়ে ৮০০ কেজি খিচুড়ি রান্না করে রেকর্ড গড়ারও প্রস্তুতি তুঙ্গে।

জাতীয় খাবার হবে কি খিচুড়ি! অভিনব এই উদ্য়োগে নাম জড়াল বিখ্যাত শেফের

হাজার লিটারের এই কড়াইয়ের ব্যাস ৭ ফিট। এই খিচুড়ি যিনি রাঁধবেন, তিনিও যে সে কেউ নন। ভারতের মাস্টার শেফ সঞ্জীব কাপুর। বণিকসভা ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের উদ্যোগে তিন দিন ব্যাপি এই উৎসবের ব্র্যান্ড অ্য়াম্বাসাডর করা হয়েছে সঞ্জীব কাপুরকে। আর এই ৮০০ কেজি খিচুড়ি বিতরণ করা হবে ৬০ হাজার দুস্থ ও অনাথ শিশুদের মধ্যে।

কিন্তু এত খাবার থাকতে খিচুড়িই কেন। কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কৌর বাদল জানিয়েছেন, এত বড় দেশে নানা রকমের খাবার পাওয়া যায়। একেকটি প্রদেশে একেক রকম খাবার। কিন্তু উত্তর থেকে দক্ষিণ হোক বা পূর্ব থেকে পশ্চিম, খিচুড়ি হয় না এমন কোনও ধর্ম বা জাতির মানুষ এদেশে নেই। সেইসঙ্গে গরিব হোক বা বিত্তশালী, খিচুড়ি সব বাড়িতেই হয়। সেকারণেই খিচুড়িকেই জাতীয় খাদ্য ও ভারতের ব্র্যান্ড ফুড হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

সারা বিশ্বেপ সমস্ত ভারতীয় রেস্তোরাঁতেও যাতে খিচুড়ি পাওয়া যায়, সরকার তা নিয়েও বিশেষ উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী।

English summary
Khichdi to be promoted as brand food of India in a mega event on 4th November, 800 kg khichdi will be cooked by Sanjiv Kapoor on that occasion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X