For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তরুণ-তরুণীদের হোয়াটসঅ্যাপ-ফেসবুক বন্ধ করতে চাইছে খাপ পঞ্চায়েত

Google Oneindia Bengali News

তরুণ-তরুণীদের হোয়াটসঅ্যাপ-ফেসবুক বন্ধ করতে চাইছে খাপ পঞ্চায়েত
মুজাফ্ফরনগর (উত্তরপ্রদেশ), ২০ নভেম্বর : হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, বা অন্য কোনও সোস্যাল নেটওয়ার্কিং সাইট, যেমন ফেসবুক, টুইটার ব্যবহার করতে পারবেন না ১৮ বছরের কমবয়সী ছেলেমেয়েরা। শুধু তাই নয়, মোবাইল ফোন ব্যবহারও বন্ধ করতে হবে। মুজাফ্ফরনগরের এক খাপ পঞ্চায়েতে এমনই নিদান দিল।

খাপ নেতা নরেশ তিকাইতের কথায়, "আধুনিক প্রযুক্তির অপব্যবহার হচ্ছে এবং তা সরাসরি ছাত্রছাত্রীদের উপর প্রভাব ফেলছে। "আমরা শুধু বলছি ছেলে হোক বা মেয়ে, হাতো ফোন ১৮ বছর পূর্ণ করার পরউ দেওয়া উচিত।"

ভারতীয় কিষান ইউনিয়ন জেলা সভাপতি রাহুল আহলাওয়াতের কথায়, "ছেলেমেয়েরা ফেসবুক, হোয়াটসঅ্যাপে অশ্লীল, কুরুচিপূর্ণ নোংরা ছবি দেখে। সেই কারণেই প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিশেষত মেয়েদের ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আনতে চাইছি আমরা।"

মহারানা প্রতাপ সংঘর্ষ সমিতিরি নরেন্দ্র পুনধীরের কথায়, "হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক ব্যবহারের নিন্দা করছি আমরা, একইসঙ্গে এই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে তীব্র বিরোধিতা জানাচ্ছি আমরা।"

এই প্রসঙ্গে তিকাইত বলেন, "এটা প্রযুক্তির জমানা। এটা ভাল বিষয়, কিন্তু প্রযুক্তির অপব্যবহার করা উচিত নয়। ফেসবুকের মাধ্যমে প্রথমে বন্ধুত্ব পাতানো, তারপর প্রেমের সম্পর্ক, কিন্তু কিছুদিনের মধ্যেই সে সম্পর্ক ভেঙে দেওয়া, এগুলো ঠিক না। ছাত্রছাত্রীদের উচিত পড়াশোনার কাজে এটা ব্যবহার করা, নাকি অন্যকারণে।"

জাতীয় মহিলা কমিশনের সদস্যা শামিনা শাফিক জানিয়েছেন, এইধরণের পদক্ষেপ পশ্চাদমুখী। খাপের বিষয়ে কর্তৃপক্ষকে কড়া হাতে মোকাবিলা করতে হবে।

English summary
Khap wants ban on WhatsApp, FaceBook for youngsters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X