For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নমস্তে ট্রাম্প: গুজরাতি খাবার খামান, ব্রকোলি সিঙ্গারা, সবরমতী আশ্রমে কিছুই খেলেন না ট্রাম্প

নমস্তে ট্রাম্প: গুজরাটি খাবার খামান, ব্রকোলি সিঙ্গারা, সবরমতী আশ্রমে কিছুই খেলেন না ট্রাম্প

Google Oneindia Bengali News

দু’‌দিনের ভারত সফরে এসে আহমেদাবাদের সবরমতী আশ্রমে গিয়ে কিছুই মুখে তোলেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সবরমতী আশ্রমের এক ট্রাস্টি জানিয়েছেন যে তাঁদের জন্য হাই টি–এর ব্যবস্থা করা হয়েছিল। যেখানে গুজরাতের সুখাদ্য খামানও ছিল। কিন্তু কিছুই খাননি ট্রাম্প ও তাঁর স্ত্রী সোমবার দুপুরেই তাঁরা ওই আশ্রমে গিয়েছিলেন।

সবরমতী আশ্রমে কিছুই খাননি ট্রাম্প

সবরমতী আশ্রমে কিছুই খাননি ট্রাম্প

সোমবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে মোতেরায় ক্রিকেট স্টেডিয়ামে যাওয়ার সময় রোড শো চলাকালীনই ট্রাম্প ও মেলানিয়া ১৫ মিনিটের জন্য সবরমতী আশ্রমে গিয়েছিলেন। আশ্রমে তাঁদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাগত জানান। সবরমতী আশ্রমের ট্রাস্টি কার্তিকেয়া সারাভাই বলেন, ‘‌মার্কিন প্রেসিডেন্ট ও অন্য প্রতিনিধিদের জন্য কিছু খাবারের বন্দোবস্ত করা হয়েছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আর মেলানিয়া ট্রাম্প দু'‌জনের কেউই আশ্রম পরিদর্শনের সময় কিছুই খাননি।'‌

হাই টি–তে খামান, ব্রকোলি সিঙ্গারা

হাই টি–তে খামান, ব্রকোলি সিঙ্গারা

গুজরাতের জনপ্রিয় খাবারের মধ্যে খামান একটি অত্যন্ত সুস্বাদু একটি খাবার। এটা ছাড়াও ছিল ব্রকোলি ও ভুট্টার সিঙ্গারা, আপেল পাই, কাজু কাটলি এবং অনেক ধরনের চায়ের ব্যবস্থা ছিল ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডির জন্য। সারাভাই বলেন, ‘‌সরকারি কর্মকর্তারাই এই খাবারগুলির বন্দোবস্ত করেছিলেন কিন্তু আমরা দেখলাম যে ট্রাম্প সহ অন্য গণ্যমান্য ব্যক্তিদের কেউই কোনও খাবার খেলেন না।'‌

আশ্রম থেকে মোতেরা স্টেডিয়ামে যান ট্রাম্প

আশ্রম থেকে মোতেরা স্টেডিয়ামে যান ট্রাম্প

আশ্রম পরিদর্শনের পর মার্কিন প্রেসিডেন্ট, মেলানিয়া ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোতেরায় ক্রিকেট স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেন। এরপর সস্ত্রীক ট্রাম্প আগ্রায় তাজ দর্শনের জন্য চলে যান।

English summary
khaman brocoli samosha trump and melania did not eat anything in sabarmati
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X