For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়াত বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, শোকের ছায়া রাজনৈতিকমহলে

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

  • |
Google Oneindia Bengali News

চলে গেলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা কেশরীনাথ ত্রিপাঠী (Keshari Nath Tripathi)। রবিবার ভোর ৫ টায় উত্তর প্রদেশের প্রয়াগরাজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিজের বাসভবনেই মৃত্যু হয় কেশরীনাথ ত্রিপাঠীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিকমহলে।

 চলে গেলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল

ইতিমধ্যে টুইট করে বর্ষীয়ান এই বিজেপি নেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের রাজনীতিতে কেশরীনাথ ত্রিপাঠীর অবদানের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। শোকপ্রকাশ করেছেন একাধিক রাজনেতাও। শ্রদ্ধা জানিয়েছেন বাংলার রাজনীতিবিদরাও।

জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন কেশরীনাথ ত্রিপাঠী। এর মধ্যেই গত ৮ ডিসেম্বর নিজের বাড়িতে বাথরুমে পড়ে যান তিনি। আর তাতে শরীরের একাধিক জায়গাতে চোট লাগে প্রাক্তন রাজ্যপালের। এমনকি ডান হাত ভেঙে যায় বলেও খবর। আর এই ঘটনার পরেই বেশ কিছুটা ভেঙে পড়েছেন প্রবীণ এই রাজনীতিবিদ। এমনকি দুর্বল হয়েও পড়েন তিনি। আর এর মধ্যেই বার্ধক্যজনিত একাধিক সমস্যা দেখা দিতে থাকে। পাশাপাশি প্রবল শ্বাসকষ্ট শুরু হয় বলে খবর।

আর এরপরেই প্রয়াগরাজের একটি হাসপাতালে রাতারাতি ভর্তি করা হয় কেশরীনাথ ত্রিপাঠীকে। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়। অবস্থার ক্রমশ অবনতি হতে শুরু করে। আর এরপরেই ICU-তে স্থানান্তরিত করা হয় তাঁকে। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালেই কাটাতে হয় কেশরীনাথ ত্রিপাঠীকে।

সম্প্রতি শারীরিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। আর এরপরেই তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু, শুক্রবার থেকে হঠাত করেই প্রাক্তন রাজ্যপালের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। চিকিৎসকরা নানা ভাবে চেষ্টা করেন। বাড়িতে রেখেই তাঁর সবরকম ভাবে চেষ্টা করা হয়। কিন্তু সমস্ত চেষ্টা করেও ব্যর্থ হন চিকিৎসকরা। শেষমেশ রবিবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কেশরীনাথ। তাঁর প্রয়াণের খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে আসে।

বলে রাখা প্রয়োজন, এর আগে দুবার করোনা আক্রান্ত হয়েছিলেন আর এরপর থেকেই নানা সমস্যায় ভুগছিলেন এই রাজনীতিবিদ। বলে রাখা প্রয়োজন, ১৯৩৪ সালে এলাহাবাদে জন্ম কেশরীনাথ ত্রিপাঠীর। ২০১৪ তে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ওই বছরই বিহারের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্বও নেন তিনি। মেঘালয়, মিজরামেরও অতিরিক্ত দায়িত্ব পেয়েছিলেন তিনি। তিনি মেঘালয়, মিজরামেরও অতিরিক্ত দায়িত্ব পেয়েছিলেন বলে খবর।

English summary
Kesharinath Tripathi, ex governor of west bengal passes away
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X