For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দশ বছরে 'মদশূন্য' হবে কেরল, শুরু হল অভিযান

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মদ
তিবরুবনন্তপুরম, ৫ অক্টোবর: কেরলে শুরু হয়ে গেল মদ-বিরোধী অভিযান। এখন থেকে প্রতি রবিবার রাজ্য জুড়ে মদের দোকান বন্ধ থাকবে। আর প্রতি বছর ১০ শতাংশ করে মদের দোকান বন্ধ করে দেবে সরকার। এ ভাবে আগামী ১০ বছরে সব মদের দোকান তুলে দিয়ে 'মদশূন্য' রাজ্য হবে কেরল।

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডী সিদ্ধান্ত নিয়েছিলেন, কেরলকে তিনি 'মদশূন্য' রাজ্য করবেন। মন্ত্রীসভায় তাঁর এই সিদ্ধান্ত সমর্থিত হয়। তার পর তিনি আবগারি দফতরকে প্রয়োজনীয় নির্দেশ দেন।

এখন দেশের যে ক'টি রাজ্যে সবচেয়ে বেশি মদ বিক্রি হয়, কেরল তাদের অন্যতম। হোটেল, রেস্তোরাঁর নিজস্ব পানশালাগুলি বাদ দিলে শুধু লিকার অফ-শপ বা মদের দোকান হল ৪০০টি। কেরল সরকারের সিদ্ধান্ত, প্রতি বছর ১০ শতাংশ অর্থাৎ ৪০টি করে দোকান বন্ধ করা হবে। ফলে ১০ বছরের ৪০০টি দোকানই বন্ধ হয়ে যাবে। পাঁচতারা হোটেল ছাড়া সাধারণ পানশালাগুলি ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে পুলিশ। রাজ্য সরকার বলেছে, শুধু পাঁচতারা হোটেলের পানশালাতে মদ পাওয়া যাবে।

মদ-বিরোধী অভিযানের অঙ্গ হিসাবে রবিবার থেকে বন্ধ রাখতে হবে সব মদের দোকান। অন্যান্য 'ড্রাই ডে' ছাড়াও সপ্তাহে একদিন দোকান বন্ধ থাকবে।

কেরল সরকারের সিদ্ধান্তে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, কেরলে পানশালাগুলি পাইকারি হারে বন্ধ হয়ে যাওয়ায় কর্নাটক ও তামিলনাড়ুর সীমান্তবর্তী জেলাগুলিতে মদ বিক্রি বেড়ে গিয়েছে। কারণ কেরল থেকে লোকজন চলে আসছে এই দুই রাজ্যে। মদ খেতে। তা ছাড়া, বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, রাজ্যের অনেক মন্ত্রী, সাংসদই নিয়মিত মদ্যপানে অভ্যস্ত। তাঁদের কথা ভেবেই পাঁচতারা হোটেলের পানশালাগুলি বন্ধ করা হচ্ছে না।

এদিকে, কেরলের পানশালাগুলির মালিকরা সংবিধানের ২২৬ ধারা মোতাবেক হাই কোর্টে রিট পিটিশন দাখিল করেছেন। তাঁদের দাবি, সংবিধানের জীবিকার অধিকার স্বীকার করা হয়েছে। কিন্তু কেরল সরকার অন্যায্যভাবে এই অধিকার খর্ব করছে। আদালত এতে হস্তক্ষেপ করুক। খুব শীঘ্রই মামলাটির রায় বেরোবে বলে আশা করা হচ্ছে। যদি কেরল হাই কোর্ট মালিকদের পক্ষে রায় দেয়, তা হলে রাজ্য সরকারকে তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

English summary
Kerala will be liquor-free state in next 10 years, govt starts crackdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X