For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০০ বছর ধরে দেশের এই স্কুলে চালু রয়েছে ছাত্রীদের "পিরিয়ড" লিভ

বিশ্বজুড়ে তথা ভারতে এই নিয়ে বহু আলোচনা সমালোচনার মাঝেই মিলল আরেক খবর। কেরলের এক স্কুলে গত ১০০ বছর ধরে ছাত্রীদের পিরিয়ড লিভ দিয়ে থাকে বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

পিরিয়ডের সময় মহিলাদের ছুটির অনুমোদন নিয়ে বেশ কিছুদিন ধরেই তর্ক বিতর্ক চলছে। বহু দফতরই মহিলাদের 'পিরিয়ড লিভ' বা পিরিয়ডের সময়ে ছুটির বিষয়টি নিয়ে উদ্যোগী হয়। তবে বিশ্বজুড়ে তথা ভারতে এই নিয়ে বহু আলোচনা সমালোচনার মাঝেই মিলল আরেক খবর। কেরলের এক স্কুলে গত ১০০ বছর ধরে ছাত্রীদের পিরিয়ড লিভ দিয়ে থাকে বলে জানা গিয়েছে।

১০০ বছর ধরে দেশের এই স্কুলে চালু রয়েছে ছাত্রীদের "পিরিয়ড" লিভ

এরনাকুলমের ত্রিপুনিতুরার সরকারি স্কুলে ১৯১২ সাল থেকে ছাত্রীদের পিরিয়ডের সময়ে ছুটি নেওয়ার রীতি প্রচলিত। এমনকি নিয়ম অনুযায়ী পরীক্ষার সময়ে কোনও ছাত্রীর পিরিয়ড হলে , সে পরেও পরীক্ষা দিতে পারে, যদি মনে হয় যে পরীক্ষা চলাকালীন সে পিরিয়ডের জন্য ছুটি নেবে।

ইতিহাসবিদ পি ভাস্কারানুন্নি তাঁর বইতে এবিষয়ে লিখেছেন। বইতে উল্লেখিত রয়েছে যে , পিরিয়ড চলাকালীন স্কুলের বহু ছাত্রী ও শিক্ষিকা অনুপস্থিত থাকেন, তাঁদের ছুটির জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। সেই থেকেই স্কুলে চালু আছে আই নিয়ম।

English summary
kerala this school granted period leave over a century ago
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X