For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবরিমালা ইস্যুতে ভোলবদল মন্দির বোর্ডের, নিজেদের অবস্থান জানাল কেরল সরকারও

ত্রাবাঙ্কোর দেবাস্বম বোর্ড এদিন সবরিমালা ইস্যুতে জানিয়ে দিল যে মহিলাদের আটকে রাখার অনুচিত হয়েছে। বোর্ড সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ত্রাবাঙ্কোর দেবাস্বম বোর্ড এদিন সবরিমালা ইস্যুতে জানিয়ে দিল যে মহিলাদের আটকে রাখার অনুচিত হয়েছে। বোর্ড সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়েছে। সমাজকে বদলাতে গেলে মহিলাদের সর্বত্র বিচরণের সুযোগ দিতে হবে। শারীরিক কারণে মহিলাদের কোনও কিছু থেকে বঞ্চিত রাখা ঠিক হবে না। একথা বোর্ড স্বীকার করেছে।

সবরিমালা ইস্যুতে ভোলবদল মন্দির বোর্ডের

পাশাপাশি কেরল সরকার স্পষ্ট জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের ওপরে তাদের কিছু বলার নেই। রায় ফের পর্যালোচনা করার কোনও অনুযোগ তাঁরা জানাবে না বলেই জানিয়ে দেয় পিনারাই বিজয়নের সরকার।

এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ রায় পর্যালোচনায় বসে। মোট ৬৪টি আবেদনকে একসঙ্গে করে শুনানি চলে। বাকী চার বিচারপতি হলেন বিচারপতি আরএফ নরিম্যান, এএম খানউইলকর, ডিওয়াই চন্দ্রচূড় ও ইন্দু মালহোত্রা।

এর আগে সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ ৪-১ ব্যবধানে সবরিমালায় পঞ্চাশের কমবয়সী মহিলাদের প্রবেশে সম্মতি জানায়। তবে সেই রায়ের বিরুদ্ধে বহু বিক্ষোভ হয়েছে। বারবার আয়াপ্পা দর্শন নিয়ে কেরলে বনধ, বিক্ষোভ চলেছে। ফলে আদালত ফের শুনানিতে বসেছে।

English summary
Kerala TDB says it respects SC judgment on Sabarimala temple
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X