For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলে হাড়হিম করা রহস্যজনক খুন একই পরিবারে! সিরিয়াল কিলার ধৃত জলির নজরে আরও ২ শিশু

কেরলের কোঝিকোডের জলি জোসেফ এই মুহূর্তে শিহরন জাগানো একটি নাম। ২০০২ থেকে ২০১৬ পর্যন্ত একাধিক খুনের ঘটনায় দীর্ঘ সময় ধরে তদন্ত চলতে থাকে। তবে কিছুতেই মিলছিল না তার সমাধান সূত্র।

  • |
Google Oneindia Bengali News

কেরলের কোঝিকোডের জলি জোসেফ এই মুহূর্তে শিহরন জাগানো একটি নাম। ২০০২ থেকে ২০১৬ পর্যন্ত একাধিক খুনের ঘটনায় দীর্ঘ সময় ধরে তদন্ত চলতে থাকে। তবে কিছুতেই মিলছিল না তার সমাধান সূত্র। শেষমেশ গত কয়েকদিন ধরে একাদিক তথ্যের সূত্র ধরে একই পরিবারে ৬ টি রহস্যমৃত্যুর সমাধান সূত্র খুঁজে পান গোয়েন্দারা। আর সেই ৬ টি খুনের ঘটনায় এতমাত্র যোগ জলি জোসেফ।

জলি জোসেফ ও হাড়হিম করা তথ্য

জলি জোসেফ ও হাড়হিম করা তথ্য

ছবি দেখলে বোঝা দায় যে এই মহিলার সাবলীল হাসির নেপথ্যে থাকতে পারে অস্বাভাবিক কিছু উদ্দেশ্য। কেরলের জলি জোসেফের ঘটনা গায়ে কাঁটা দেওয়ার সামিল। কেরলের কোদাথাইগ্রামে তাঁর পরিবারের ৬ জনের মৃত্যুর ঘটনায় জলির বিরুদ্ধে বিরল এক বিষ খাইয়ে হত্যার অভিযোগ রয়েছে।

ক্রমাগত খুনের পরিকল্পনা

ক্রমাগত খুনের পরিকল্পনা

৪৭ বছরের অভিযুক্ত জলির খুনের ঘটনার ইতিহাস শুরু হয় ২০০২ সাল থেকে। সেই সময় আম্মা থমাস, এরপর স্কুলের এক অবসরপ্রাপ্ত শিক্ষক টম থমাসকে খুন করার অভিযোগ রয়েছে জলির বিরুদ্ধে। টম থমাসের খুন হয় ২০০৮ সালে। এরপর টম ও আম্মার ছেলে রয়কে ২০১১ সালে খুন হয়ে যায়। আর এই সমস্ত ঘটনায় যোগসূত্র ছিল জলি। এরপর জলির দ্বিতীয় স্বামীর একবছরের ছেলে ও স্ত্রীকে খুনের অভিযোগ রয়েছে ।

মৃত্যু রহস্য

মৃত্যু রহস্য

প্রতিটি মৃত্যুই হয়েছে একট রহস্যজনক পরিস্থিতিতে। যার পুরোটা এখনও পর্যস্ত জানানো হচ্ছে না পুলিশ সূত্রে। তবে প্রতিটি মূত্যুর ধরনে রয়েছে অদ্ভুত মিল। এমনই দাবি পুলিশের।

আরও খুনের পরিকল্পনা

আরও খুনের পরিকল্পনা

জানি গিয়েছে, জলিকে এই হত্যাকাণ্ডে সাহায্য করত এম ম্যাথ্যু নামের এক ব্যক্তি। যে সায়ানাইডের যোগান দিত জলিকে। এছাড়াও আরও এক বিরল বিষের যোগান দিত এক স্বর্ণকর্মী প্রাজু। পুলিশের কাছে জলি জেরার মুকে জানিয়েছে, যে আরো ৩ টি খুনের পরিকল্পনা ছিল তার। যার মধ্যে রয়েছে ২ জন শিশুও।

খুন ও রাজনৈতিক যোগ

খুন ও রাজনৈতিক যোগ

কেরলের এই হাই প্রোফাইল খুনের সঙ্গে জড়িয়েছে এক বাম নেতার নাম। যাঁকে সঙ্গে সঙ্গে পার্টি থেকে সরিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, কোনও আর্থিক লেনদেন জলির সঙ্গে করতেন তিনি। এদিকে, কেরল কংগ্রেসের প্রাক্তন নেতা পি রামকৃষ্ণার মৃত্যুর সঙ্গেও এই মামলা জড়িয়েছে। কারণ তাঁরও মৃত্যুর ধরন ঘিরে একই রকমের রহস্যজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। সবমিলিয়ে এই হাই প্রোফাইল খুনের ঘটনায় তোলপাড় গোটা কেরল।

[জিনপিংয়ের ভারত সফরের আগে পাকিস্তানকে কাশ্মীর ইস্যুতে ধাক্কা 'বড় দাদা' চিনের][জিনপিংয়ের ভারত সফরের আগে পাকিস্তানকে কাশ্মীর ইস্যুতে ধাক্কা 'বড় দাদা' চিনের]

English summary
Kerala’s serial killer Jolly Joseph planned more murders, know the chilling story .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X