For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডিজিটাল পথে ৫ বছরে ২০ লক্ষ চাকরি! একুশের নির্বাচনে বামপন্থীদের নজরে তরুণ ভোটার

Google Oneindia Bengali News

বর্তমানে দেশে একমাত্র বাম শাসিত রাজ্য কেরল। সেই রাজ্যে এই বছরই অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। সেই নির্বাচনকেই নজরে রেখে বাজেট পেশ হল সেই রাজ্যে কেরলের অর্থমন্ত্রী থমাস আইজ্যাক বাজেট পেশ করতে গিয়ে দাবি করেন যে আগামী পাঁচ বছরের মধ্যে ২০ লক্ষ চাকরির সংস্থান করবে তাঁদের সরকার। শুধু তাই নয়, এই চাকরি মিলবে ডিজিটাল পথ অনুসরণ করেই।

তরুণ নেতাদের তুলে এনেছে সিপিআইএম

তরুণ নেতাদের তুলে এনেছে সিপিআইএম

২০১৯ সালের লোকসভা নির্বাচনে কেরলে ভরাডুবি হয়েছিল বামপন্থীদের। সেরাজ্যের ২০টি আসনের মধ্যে বামপন্থীদের ঝুলিতে গিয়েছইল মাত্র ১টি। সেখান থেকে ঘুরে দাঁড়াতে গত এক বছরে তরুণ নেতাদের তুলে এনেছে সিপিআইএম। পরবর্তী প্রজন্মকে নেতৃত্বে তুলে এনে ভওটারদের মন জয় করতে পথ তৈরি করেছে সিপিএম। এর ফলও মেলে সদ্য সমাপ্ত হওয়া স্থানীয় নির্বাচনে। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসকে অনেকটাই পিছনে ফেলে দেয় বামজোট।

জয়রথ যাতে না রুখে যায়

জয়রথ যাতে না রুখে যায়

সেই জয়রথ যাতে না রুখে যায়, সেই লক্ষ্যে তরুণ ভোটারদের ধরে রাখতে চাইছে বামজোট। কেরলের সরকারি হিসেব বলছে, সেরাজ্যের ৫ লক্ষ শিক্ষিত প্রফেশনালরা কর্ম বিরতিতে গিয়েছেন। এদিকে আরও ৪০ লক্ষ শিক্ষিত মহিলা বাড়িতে থেকেই কাজ করতে ইচ্ছুক। এছাড়া এমপ্লয়মেন্ট অক্সচেঞ্জে চাকরির অপেক্ষায় ১৬ লক্ষ তরুণ-তরুণী। এই শিক্ষিত তরুণদের নিজের দিকে টানতেই চাকরি নিয়ে এই ঘোষণা বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের।

কতটা মন গলবে কেরলের ভোটারদের

কতটা মন গলবে কেরলের ভোটারদের

এছাড়া করোনা আবহে ২০২১ সালের মধ্যেই ৮ লক্ষ চাকরি সংস্থানের ঘোষণা করেছেন কেরলের অর্থমন্ত্রী। এছাড়া কিচেন লোন, ইন্ডাস্ট্রিয়াল করিডোর নিয়েও বড়বড় ঘোষণা করেন থমাস আইজ্যাক। এবার দেখার, থমাস আইজ্যাকের এই লোভনীয় সব ঘোষণায় কতটা মন গলে কেরলের ভোটারদের।

English summary
Kerala's FM Thomas Issac declares 20 lac jobs for within next 5 years, eyeing assembly election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X