For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলের বন্যা আয়াপ্পানের রোষে! আরএসএসপন্থীদের ও আরবিআই-এর বোর্ড সদস্যের মন্তব্যে বিতর্ক

কিছু আরএসএস-পন্থী ও আরবিআই-এর পার্টটাইম ননঅফিসিয়াল ডিরেক্টর এস গুরুমূর্তির মতে, কেরালার বন্যার কারণ সবরিমালা মন্দিরের দেবতা আয়াপ্পানের রোষ। কারণ মহিলাদের সবরিমালা মন্দিরে প্রবেশাধিকার দেওয়া হয়েছে।

Google Oneindia Bengali News

বন্যায় ক্রমশ খারাপ হচ্ছে কেরলের অবস্থা। ১৪ টি জেলার মধ্যে ১৩ টি জেলাই আপাতত জলের তলায়। মৃতেয় সংখ্যাটা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। ত্রাণ ও উদ্ধারের কাজের পাশাপাশি আলোচনা চলছে বন্যা কিভাবে এতটা ভয়াল রূপ ধারণ করলো তাই নিয়ে। কেউ কেউ বলছেন, শুধুই প্রকৃতি নয় এর পিছনে আছে মানুষের অপরিণাম দর্শিতাও। এর মধ্যে আবার আরএসএসপন্থীদের দাবি এর পিছনে আছে দেবতার রোষ।

কেরলের বন্যা আয়াপ্পানের রোষে!

বলা হচ্ছে কেরালার সবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার দেওয়াতে প্রবল চটেছেন দেবতা আয়াপ্পান। তার জন্যই তিনি এই ধ্বংস লীলায় মেতেছেন।

কয়েকশ' বছর ধরে কেরালার সবরিমালা মন্দিরে মহিলাদের ঢুকতে দেওয়া হত না। এই প্রথা ভারের সংবিধান বিরোধী বলে একে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছিল। গত মাসেই সুপ্রিম কোর্ট সবরিমালায় মহিলাদের প্রহেশ করতে দিতে হবে বলে রায় দিয়েছে।

এখন ভয়াবহ বন্যার পর অনেক আরএসএসপন্থীই দাবি করছেন এই বন্যা দেবতা আয়াপ্পানের রোষের ফল। সোশ্যাল মিডিয়ায় জোরালো প্রচার চলছে কোনও আইনই ভগবানের উপরে নয়। সবাইকে দেবতার মন্দিরে ঢোকার অধিকার দেওয়াতে, এখন দেবতা সবাইকেই অস্বীকার করছেন।

আর এই দলে আছেন এস গুরুমূর্তিও। চলতি বছরের ৭ আগস্ট তারিখেই তাঁকে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বোর্ডে পার্টটাইম ননঅফিসিয়াল ডিরেক্টর হিসেবে নিয়োগ করেছে কেন্দ্র। টুইটারে তিনি বলেন, সুপ্রিম কোর্টের বিচারকদের দেখা উচিত সবরিমালা মামলা আর কেরালায় এখন ঘটছে তার মধ্যে কোনও যোগ আছে কিনা। তিনি আরও বলেন যদিও যোগসূত্র থাকার সম্ভাবনা ১ লক্ষে এক, কিন্তু আয়াপ্পানের বিরুদ্ধে রায় ঘোষণাকে মানুষ ভালভাবে নেয়নি।

স্বাভাবিকভাবেই তিনি যে পদে আছেন, সেরকম পদে থেকে এরকম মন্তব্য করাকে মানুষ ভালভাবে নেয়নি। তাঁর ওই টুইটের পরই নেটিজেনরা তাঁর সমালোচনায় মুখর হয়েছেন। অনেকেই বলেন, এরকম বিপর্যয়ের সঙ্গে ধর্মকে জড়ানো উচিত নয়। বন্যা আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ানোটাই এখন সবচেয়ে জরুরি। বলা হয় তাঁর মতো ব্যক্তির কাছ থেকে এরকম মন্তব্য আশা করা যায় না। অনেকেই একধাপ এগিয়ে বলেন, যদি সাহায্য করতে না পারেন, তাহলে চুপ করে থাকুন, বাজে বকবেন না।

সমালোচনার মুখে পড়ে তিনি দাবি করেন, তিনি বলেন যে তিনি মানুষের বিশ্বাসের কথা বলেছেন। বলেন ভারতের ৯৯ শতাংশ মানুষ ভগবানে বিশ্বাসী। মানুষের বিশ্বাসকে অস্বীকার করার জন্য তিনি ভারতের বুদ্ধিজীবীদের ভন্ড বলেন। কিন্তু তাঁর এইসব প্রচেষ্টা কাজে আসেনি। এই চরম বিপর্যয়ের সময়ে তাঁর এরকম মন্তব্য সব স্তরের মানুষের কাছেই সমালোচিত হয়েছে।

English summary
According to some RSS Man and part-time non-official director of RBI, Kerala's flood caused by angry Lord Ayyappan of Sabarimala Temple. They claimed he is angry because women are now allowed to enter the temple.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X