For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্ষক বিশপের বিরুদ্ধে বিক্ষোভ করায় সন্নাসিনীকে বরখাস্ত করল চার্চ

যাজক ধর্ষক হলেও তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না, এমনই বুঝিয়ে দিল কেরলের এক ক্যাথলিক চার্চ। বিশপ ফ্র্যাঙ্কো মুল্লাকালের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করার অভিযোগে এক সন্নাসিনীকে বরখাস্ত করল চার্চ।

Google Oneindia Bengali News

যাজক ধর্ষক হলেও তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না, এমনই বুঝিয়ে দিল কেরলের এক ক্যাথলিক চার্চ। বিশপ ফ্র্যাঙ্কো মুল্লাকালের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করার অভিযোগে এক সন্নাসিনীকে বরখাস্ত করল চার্চ।

ধর্ষক বিশপের বিরুদ্ধে বিক্ষোভ করায় সন্নাসিনীকে বরখাস্ত করল চার্চ

যে পাঁচ জন সন্নাসিনী বিশপের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছিলেন তাঁর মধ্যে একজন ছিলেন সিস্টার লুসি কাল্লাপ্পুরা। অথচ বিশপ এখন জামিনে মুক্ত। একাধিকবার নিজের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন মুলাক্কাল।

সিস্টার লুসি কেরলের ওয়ানাড় জেলার বাসিন্দা। ৫ অগস্ট চার্চের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে লুসিকে বরখাস্ত করা হয়। তবে বরখাস্ত করার কারণ হিসেবে দেখানো হয়েছে সন্নাসিনী হয়েও লুসি কবিতার বই ছাপিয়েছিলেন, গাড়ি কিনেছিলেন এবং সেটি চালানোও শিখছিলেন।

সেই নির্দেশিকায় বলা হয়েছে সন্নাসিনীকে এবার থেকে আর চার্চের ধর্মীয় জীবন যাপন করতে দেওয়া হবে না। সাধারণ মানুষের মতোই গন্য করা হবে তাঁকে। সন্নাসিনীর তকমা তাঁর থেকে ছিনিয়ে নেওয়া হল বলে জানিয়েছে চার্চ।

English summary
Kerala's Catholic church has dismissed Sister Lucy Kallappura
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X