মহারাষ্ট্রকে ছাপিয়ে গিয়ে কেরলে শনিবার রেকর্ড করোনা আক্রান্তের সংখ্য়া! পরিসংখ্যান একনজরে
শনিবার একদিনে করোনা আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রকে ছাপিয়ে গিয়েছে কেরল। কেরলের আক্রান্তের সংখ্যা শনিবার ছিল ১১,৭৫৫ জন। এদিকে, মহারাষ্ট্রের একদিনে আক্রান্তের সংখ্যা শনিবার ছিল ১১,৪১৬। ফলে বোঝাই যাচ্ছে যে, ওনাম পরবর্তী সময়ে কিভাবে কেরল নতুন করে দেশে করোনার হটস্পট হয়ে উঠছে।

কেরলের পরিসংখ্যানের বিশ্লেষণ বলছে, দক্ষিণী রাজ্যটিতে নতুন করে দৈনিক আক্রান্তের সংখ্যার মধ্যে ১০,৪৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন স্থানীয় ট্রান্সমিশন থেকে। এদিকে, ৯৫২ জনের আক্রান্ত হওয়ার আসল সূত্র এখনও জানতে পারা যায়নি। শনিবার ১১৬ জন স্বাস্থ্যকর্মী করোনায় পজিটিভ টেস্ট হয়েছেন। বর্তমানে ৯৫,৯১৮ জন করোনা রোগী কেরলে চিকিৎসাধীন।
পরিসংখ্যান বলছে, ভারতে করোনা আক্রান্ত রাজ্যগুলির তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তবে সেই মহারাষ্ট্রকে দৈনিক আক্রান্তের সংখ্যায় শনিবার হার মানিয়ে দিয়েছে কেরল। আপাতত দেশে করোনা আক্রান্তের সংখ্যায় অষ্টম স্থানে রয়েছে কেরল। পশ্চিমবঙ্গ রয়েছে সপ্তমে। কেরল মোট আক্রান্তের সংখ্যা ২,৭৯,৮৫৬ জন। মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১৫,১৭, ৪৩৪ জন। উল্লেখ্য, ভারতে যখন করোনা আক্রমণ শুরু হয়, তখন কেরলে সর্বপ্রথম এর ধাক্কা আসে। তবে নিপা ভাইরাসের অভিজ্ঞতা থাকা কেরলে পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হতে থাকে। তবে ওনাম উৎসব পার হতেই সংক্রমণ ক্রমেই মাথা চাড়া দিচ্ছে দক্ষিণী এই রাজ্যে।
