বামশাসিত রাজ্যে সরকারি পরীক্ষায় পাকিস্তানের সিভিল সার্ভিসেসের প্রশ্ন টুকলি! শুরু তোলপাড়
প্রায় ৩.৪০ লাখ পরীক্ষার্থী শনিবার বসেছিলেন বামজোট শাসিত কেরল সরকারের 'কেরল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস' এর পরীক্ষায়। আর পরীক্ষা শেষ হতেই প্রশ্নপত্র নিয়ে তুমুল হইচই শুরু হয়ে যায়। ডেপুটি কালেক্টর পদ সহ একাধিক সম্মানীয় সরকারি পদে নিয়োগের এই পরীক্ষার প্রশ্নপত্রে পাকিস্তানি সিভিল সার্ভিসেসের প্রশ্নের হুবহু টুকলি হয়েছে বলে অভিযোগ।

পাকিস্তানি সিভিল সার্ভিসেসের প্রশ্নপত্রের টুকলি কেরলের সরকারী পরীক্ষায়!
অভিযোগ উঠছে, কেরলের পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন নিয়ে। সেখানে বহু প্রশ্নই ২০০১ সালে পাকিস্তানের সিভিল সার্ভিসেস-এর প্রশ্ন থেকে হুবহু টুকলি করা হয়েছে, এমনই অভিযোগ উঠছে। পরীক্ষার্থীদের দাবি ৬ টি এমন প্রশ্ন তাঁরা দেখেছেন যার সঙ্গে পাকিস্তানের সিভিল সার্ভিসেস পরীক্ষার প্রশ্নের মিল রয়েছে।

কেরল সরকারের তরফে কী বলা হচ্ছে?
গোটা বিতর্কে কার্যত কোণঠাসা কেরলের প্রশাসন। সেখানের পিএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের তাবড় শিক্ষাবিদরা এমন প্রশ্ন তৈরি করেন। ফলে প্রশ্নপত্রের বিষয়বস্তুর সঙ্গে যেকোনও দেশের প্রশ্নেরই মিল থাকতে পারে। তাতে বিতর্ক খাড়া করার কোনও মানে হয় না। প্রশ্নের মিল থাকা কোনও ভুল নয়, বলে বার্তা কেরল প্রশাসনের।

বিরোধীদের তোপ
এদিকে কেরলের বাম জোটের বিরোধী শিবির কংগ্রেস বিষয়টি নিয়ে তদন্তের দাবি করেছে। কংগরেসের দাবি, পিএসসি কর্তৃপক্ষের তরফের বড়সড় গাফিলতির ফল এমন প্রশ্ন বিভ্রাট।

কেরল পিএসসি নিয়ে দুর্নীতি
এদিকে, কেরলে পিএসসি নিয়ে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। এর আগে একবার এই পরীক্ষায় কেরলের দুই তাবড় এসএফআই নেতা পুলিশ প্রশাসনে চাকরী পাওয়ায় বিতর্ক দানা বাঁধে। অভিযোগ ওঠে দুর্নীতি করে এই পদে চাকরি পেয়েছেন দুই এসএফআই কর্মী। এরপর থেকেই কেরল পিএসসি নিয়ে একাধিক অভিযোগ উঠতে শুরু করে।