For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে ফের নিপা ভাইরাসের হানা, কেরলের যুবকের রক্তের নমুনা পজিটিভ

এরনাকুলামের যে যুবকের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছিল তাঁর রক্তে নিপা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে বলে জানিয়েছেন সেরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা।

  • |
Google Oneindia Bengali News

এরনাকুলামের যে যুবকের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছিল তাঁর রক্তে নিপা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে বলে জানিয়েছেন সেরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে যে রিপোর্ট এসেছে তা সেটা নিশ্চিত করেছে। এর পাশাপাশি আরও ৮৬ জনের রক্তের নমুনা পরীক্ষা চলছে বলে জানা গিয়েছে। ফলে কেরলে ফের একবার নিপা ভাইরাস হানা দিল বলেই মনে করা হচ্ছে।

ভারতে ফের নিপা ভাইরাসের হানা

যুবক ইডুক্কিতে পড়াশোনা করতেন। গত দশদিন ধরে জ্বরে ভোগার পরে এই অবস্থা সামনে এসেছে। স্বাস্থ্যমন্ত্রী শৈলজা নিপা ভাইরাসের খবর দেওয়া পরে এরনাকুলামের জেলাশাসক কে মহম্মদ সফিরুল্লা এই খবর ভিত্তিহীন বলে দাবি করেছিলেন। কেরলে নিপা ভাইরাসের ছড়ানোর কোনও খবর নেই বলে জানান। তবে পুনের ল্যাবের রিপোর্ট সামনে আসার পর গোটা চিত্র পরিষ্কার হয়ে গিয়েছে।

নিপা ভাইরাসের প্রকোপে গতবছরে ১৭ জন প্রাণ হারিয়েছিলেন। এর মধ্যে ১৪ জন কোঝিকোড়ের বাসিন্দা ও ৩ জন মালাপ্পুরম জেলার বাসিন্দা ছিলেন। এবার কোন কোন জেলায় এই ভাইরাসে আক্রান্তরা রয়েছে তা এখন প্রশাসন খতিয়ে দেখছে। সমস্ত রকম সাহায্যের আশ্বাস সরকারি তরফে দেওয়া হয়েছে।

English summary
Kerala patient from Ernakulam tests positive for Nipah virus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X