For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র থেকে জঙ্গি ! কেরলের আইএস প্রধান নিহত আফগানিস্তানে মার্কিন বিস্ফোরণে

ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র থেকে জঙ্গি হয়ে ওঠা কেরলের রাশেদ আবদুল্লার মৃত্যু হয়েছে আফগানিস্তানের মাটিতে। সেখানে জঙ্গি দমনে মার্কিন সেনার বোমা হামলায় মৃত্যু হয়েছে রাশিদ আবদুল্লাহর।

Google Oneindia Bengali News

ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র থেকে জঙ্গি হয়ে ওঠা কেরলের রাশেদ আবদুল্লার মৃত্যু হয়েছে আফগানিস্তানের মাটিতে। সেখানে জঙ্গি দমনে মার্কিন সেনার বোমা হামলায় মৃত্যু হয়েছে রাশিদ আবদুল্লাহর। এই খবর সোশ্যাল মিডিয়া টেলিগ্রামের মাধ্যমে জানানো হয়েছে রাশিদের পরিবারকে।

ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র থেকে জঙ্গি ! আফগানিস্তানে মার্কিন বিস্ফোরণে নিহত কেরলের আইএস প্রধান

একটি টেলিগ্রাম মেসেজে লেখা ছিল ' সে আর নেই'। এই বার্তা কেরলে রাশিদের বাড়িতে পাঠিয়ে দেয় জঙ্গি সংগঠন আইএসআইএস। তথ্য বলছে, গত ২ মাস ধরে নিখোঁজ ছিল রাশিদ। সোশ্যাল মিডিয়ায়ও গত কয়েক মাস ধরে নিখোঁজ ছিল রাশিদ। প্রসঙ্গত, ভারত থেকে আইএসআইএস-এ যোগ দেওয়া সংগঠকদের মধ্যে রাশিদ ছিল প্রধান। ভারত থেকে ইউএির পথে এগিয়ে তেহরান হয়ে আফগানিস্তানে পৌঁছয় রাশিরা। এরপর জানা গিয়েছে , মার্কিন হামলায় আফগানিস্তানের মাটিতে, তিন ভারতীয় ভাই , দুই মহিলা, চারজন শিশুর মৃত্যু হয়েছে।

এর আগে, জাতীয় তদন্তকারী দলের তদন্তে জানা গিয়েছে কেরলের তিনটি জায়গায় আইএসআইএস এর মডিউল রয়েছে। তারমধ্যে একটি কাারগড এলাকা। আইএস জঙ্গিদের চিহ্ন পাওয়া গিয়েছে পালাক্কডে। তারই মধ্যে থেকে উঠে এসেছিল রাশিদের নাম।

[আরও পড়ুন: কাশ্মীরে গুপ্তচর সহ নিকেশ ১ জঙ্গি, শোপিয়ান জুড়ে সেনার অভিযান][আরও পড়ুন: কাশ্মীরে গুপ্তচর সহ নিকেশ ১ জঙ্গি, শোপিয়ান জুড়ে সেনার অভিযান]

English summary
Kerala ISIS chief killed in US bombings in Afghanistan .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X