For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউন:মদ না পেয়ে মানুষের অবসাদ কমাতে কেরলে বড় পদক্ষেপ সরকারের

করোনা লকডাউন:মদ না পেয়ে মানুষের অবসাদ কমাতে কেরলে বড় পদক্ষেপ সরকারের

  • |
Google Oneindia Bengali News

কেরলে ইতিমধ্যেই করোনা বড়সড় বিপদ ডেকে এনেছে। সেরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা শতাধিক। এদিকে আরও এক বিপদের অশনি সংকেত দেখতে শুরু করেছে কেরল। দক্ষিণের এই রাজ্যে লকডাউনের জেরে বন্ধ রয়েছে মদের দোকান। আর মদ্যপ ব্যক্তিরা সেখানে মদের যোগান না পেয়ে প্রবল মানসিক সমস্যায় ভুগছেন।

করোনা লকডাউন:মদ না পেয়ে মানুষের অবসাদ কমাতে কেরলে বড় পদক্ষেপ সরকারের

কেরলে মদ্যপ ১১৪ জন ব্যক্তিকে মানসিক অবসাদ ও অস্থিরতার জেরে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এমন অবস্থায় কেরলব সরকার এই বিষয়ে বড়সড় পদক্ষেপ নিতে বাধ্য হল। এদিন , কেরল সরকার সিদ্ধান্ত নিয়েছে মদ্যপদের যাতে মদ দেওয়া যায় তার জন্য বিশেষ 'পাস' লাগু করা হবে। যদিও রাজ্যের চিকিৎসক অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তে নারাজ।

জানা গিয়েছে, কেরল সরকার ২১ দিনের লকডাউনের মধ্যে এই মদ্যপদের জন্য মদের বন্দোবস্ত করতেই এমন ব্যবস্থা নিয়েছে। উল্লেখ্য, যাঁদের মদের প্রবল নেশা থাকে,তাঁদের হঠাৎ করে নেশা ছাড়ালে মানসিক অবসাদ দেখা যায়। আর সেটাই ঘটে গিয়েছে কেরলে। করোনার মধ্যে এমন নতুন সমস্যা থেকে মুক্তি পেতে কেরল সরকার নয়া সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

English summary
Kerala Government to give special passes to tiplers ami Coronavirus outbreak
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X