For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিটফান্ডের টাকায় কেরলে উন্নয়নের অভিযোগ! উঠছে নানা প্রশ্ন

আরব দেশগুলিতে বসবাসকারী অনাবাসী কেরালিয়ানদের কাছ থেকে আগামী ২ বছরে অন্তত ১০ হাজার কোটি টাকার তহবিল তোলার লক্ষ্যে সোমবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন একটি চিট ফান্ড স্কিম চালু করেছেন।

Google Oneindia Bengali News

সোমবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন একটি চিট ফান্ড স্কিম চালু করেছেন। এই প্রকল্পের লক্ষ্য হল আরব দেশগুলিতে বসবাসকারী অনাবাসী কেরালিয়ানদের কাছ থেকে আগামী ২ বছরে অন্তত ১০ হাজার কোটি টাকার তহবিল তোলা। এই তহবিল সড়ক নির্মাণ পাবলিক স্কুল, হাসপাতালগুলির উন্নয়নের কাজে লাগানো হবে বলে জানানো হয়েছে।

বাজারের টাকা খাটিয়ে রাজ্যের উন্নয়ন কেরলে

গত পাঁচ দশকের বেশি সময় ধরে কেরালায় রাষ্ট্রায়ত্ত সংস্থা কেরালা স্টেট ফাইনান্সিয়াল এন্টারপ্রাইজ কেরালায় চিট ফান্ড চালায়। তারাই এই প্রকল্পের দায়িত্বে রয়েছে। কেরালার প্রায় ৩ কোটি বাসিন্দার প্রায় ১০ শতাংশই কাজের জন্য আরব দেশগুলিতে থাকেন। প্রতি বছর তারা ১ ট্রিলিয়ন টাকা দেশে পাঠান। এবার রাজ্যের উন্নয়নে তাদেরকেই কাজে লাগানোর কথা ভাবছে কেরল সরকার।

এভাবে টাকা তোলা কেরলের কমিউনিস্ট সরকারে পক্ষে অস্বাভাবিক মনে হতে পারে। কিন্তু সম্প্রতি কেরল সরকার রাস্তা চওড়া করা, স্কুল-হাসপাতালের পরিকোঠামোর উন্নয়নের মতো উন্নয়নমূলক কাজ শুরু করেছে। আর এর তহবিল সংগ্রহের জন্য বিভিন্ন অভিনব পন্থা নিচ্ছে তারা। এই নতুন চিট ফান্ড চালু, তারই অঙ্গ। রাজ্যের উন্নয়নের দেখভালের জন্য কেরালা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফান্ড বোর্ডকে ঠেলে সাজানো হয়েছে। জানানো হয়েছে, প্রতিটি চিট থেকে সংগৃহীত অর্থের একটি করে কিস্তি সেই বোর্ডের আওতায় আটকে রাখা হবে। সেই অর্থ দিয়েই কেরালার উন্নয়নের কাজ শুরু হবে। ইনস্য়ুরেন্স, পেনশন ইত্যাদি নানা সুবিধা দেওয়া হচ্ছে এই চিটফান্ড স্কিমে।

English summary
Kerala Chief Minister Pinarayi Vijayan on Monday launched a chit fund scheme that aims to raise Rs10,000 crore in two years from Keralites living in the Gulf nations.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X